ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত গড়ফা থানার ASI

author img

By

Published : May 24, 2020, 9:32 PM IST

শুক্রবার অসুস্থ বোধ করায় ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।

ফের কলকাতা পুলিশে কোরোনার থাবা, এবার আক্রান্ত গড়ফা থানার ASI
ফের কলকাতা পুলিশে কোরোনার থাবা, এবার আক্রান্ত গড়ফা থানার ASI

কলকাতা, 24 মে: ফের কোরোনার থাবা কলকাতা পুলিশে । এবার আক্রান্ত গড়ফা থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর । আজ তাঁকে ভরতি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে । গতকাল তাঁর লালারসের নমুনা টেস্টের পাঠানো হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

শুক্রবার অসুস্থ বোধ করায় ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । প্রাথমিকভাবে তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ ছিল না । হাসপাতালে ভরতি করার পর নিয়মমাফিক তাঁর লালারসের নমুনা পাঠানো হয় । রিপোর্ট পজ়িটিভ আসায় একবালপুরের বেসরকারি হাসপাতাল থেকে আজ তাঁকে বাইপাসের ধারের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ওই আক্রান্ত পুলিশ অফিসারের সংস্পর্শে কারা এসেছিলেন তা স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে ।

এর আগে কলকাতা পুলিশের 35 জন কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে 15 জন সুস্থ হয়েছেন । দেশের কয়েকটি রাজ্যে কোরোনার জেরে পুলিশ কর্মীর মৃত্যুর খবর থাকলেও, এ রাজ্যে এখনও পর্যন্ত তেমন কোনও ঘটনা ঘটেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.