ETV Bharat / state

Anish Khan Death Case: আনিশ কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে

author img

By

Published : Feb 24, 2022, 8:59 PM IST

Anish Khan murder case: arrested police officers interrogated at Bhawani Bhawan
আনিশ কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে

আমতায় আনিশ খান খুনের (Anish Khan Death case) ঘটনায় তিন সিভিক ভলান্টিয়ার-সহ দুই কনস্টেবলকে আজ জিজ্ঞাসাবাদ করা হল ভবানী ভবনে ৷

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আনিশ খান মৃত্যুর (Anish Khan murder case) ঘটনায় আমতা থানার তিন সিভিক ভলান্টিয়ার এবং দু'জন কনস্টেবলকে আজ ভবানী ভবনে তলব করা হয়েছিল (arrested police officers interrogated)। তাঁদেরকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন বিশেষ তদন্তকারী দলের অন্যতম সদস্য ডিআইজি সিআইডি অপারেশনস মিরাজ খালেদ ।

মূলত তিন সিভিক ভলান্টিয়ারের (police officers interrogated at Bhawani Bhawan) এই ঘটনায় কী ভূমিকা রয়েছে, তা জানতে চান তদন্তকারী অফিসার । পাশাপাশি ইতিমধ্যেই গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য আগে থেকে তাঁদের কিছু বলেছিল কি না, সে বিষয়েও জানতে চাওয়া হয় ।

আরও পড়ুন: SIT probe over Anish Khan Death : পুলিশ দেখে পালাতে গিয়েই পড়ে মৃত্যু আনিশের ! তথ্য সিটের তদন্তে

অন্য দুই কনস্টেবল যাঁদের এ দিন ডাকা হয়েছিল, তাঁদেরও আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ভবানী ভবন সূত্রের খবর । জানা গিয়েছে, এই দুই কনস্টেবল মূলত ঘটনার দিন আরটি মোবাইল এবং পিসিআর ভ্যানের দায়িত্বে ছিলেন । মূলত এই দুই কনস্টেবলের কাছ থেকে জানতে চাওয়া হয়, ঘটনার রাতে যখন আনিশের পরিবারের তরফ থেকে থানায় ফোন করা হয়, সেই সময় কে ফোন রিসিভ করেছিলেন ? থানার পিসিআর ভ্যানের লোকেশন ট্র্যাক করে জানা যাবে যে, ঘটনার দিন থানার পিসিআর ভ্যান ঠিক কোন এলাকায় টহল দিচ্ছিল ।

আরও পড়ুন: Anish Khan Death Case : আনিশকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.