ETV Bharat / state

আমফান বিপর্যয় : বাতিল রাজ্য মন্ত্রিসভার আগামীকালের বৈঠক

author img

By

Published : May 27, 2020, 3:09 PM IST

আমফানে ক্ষতিগ্রস্ত বাংলা । রাজ্য মন্ত্রিসভার সদস্যদের অনেকেই বিভিন্ন জেলায় রয়েছেন । তাঁরা বিপর্যয় মোকাবিলায় কাজ করছেন । সেই সূত্রেই এই বৈঠক বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ।

nabanna
nabanna

কলকাতা, 27 মে : আগেই পরিবর্তন হয়েছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিন । প্রথমে 20 মে মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক হয়েছিল । কিন্তু আমফানের জন্য বৈঠকের দিন পিছিয়ে যায় । সিদ্ধান্ত হয়, 28 মে বৈঠক হবে । কিন্তু এই পরিস্থিতিতে আবার বাতিল হল আগামীকালের বৈঠক ।

এবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বলে নবান্ন সূত্রে খবর । এর মধ্যে লকডাউন পরবর্তী আর্থিক নীতি কী হবে তা নিয়ে আলোচনা করতেন মন্ত্রিসভার সদস্যরা । কিন্তু আমফানে ক্ষতিগ্রস্ত বাংলা । রাজ্য মন্ত্রিসভার সদস্যদের অনেকেই বিভিন্ন জেলায় রয়েছেন । তাঁরা বিপর্যয় মোকাবিলায় কাজ করছেন । সেই সূত্রেই এই বৈঠক বাতিল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর । ফের কবে এই বৈঠক হবে তা অবশ্য এখনও পর্যন্ত ঠিক হয়নি । পরে দিন চূড়ান্ত করা হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে ।

একদিকে বিপর্যয় মোকাবিলা, অন্যদিকে রাজ্যে ফেরা কয়েক লাখ পরিযায়ী শ্রমিকের জন্য করতে হবে নানারকম ব্যবস্থা । সঙ্গে কোরোনা মোকাবিলার কাজ । সবদিক সামাল দিতে চরম ব্যস্ত প্রশাসন। তবে মন্ত্রিসভার বৈঠকও অত্যন্ত জরুরি । ফের কবে বৈঠকের দিন ঠিক হয় এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.