ETV Bharat / state

রাতেই শহরে শাহের সঙ্গী নাড্ডা, সকালে পুজো দেবেন কালীঘাট মন্দিরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 9:34 AM IST

Updated : Dec 26, 2023, 11:16 AM IST

Amit Shah and JP Nadda Kolkata Visit: বিশেষ বিমানে সোমবার রাতে কলকাতা পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । একদিনের সফরে কী কর্মসূচি রয়েছে তাঁদের ?

Etv Bharat
শহরে এলেন শাহ ও নাড্ডা

রাতেই শহরে শাহের সঙ্গী নাড্ডা

কলকাতা, 26 ডিসেম্বর: একদিনের সফরে প্রথমবার একসঙ্গে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । সোমবার রাতে বিশেষ বিমানে কলকাতা পৌঁছন তাঁরা ৷ তাঁদের স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, বিধায়ক মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পল-সহ বিজেপি নেতৃত্ব ।

এদিন ঢাক-ঢোল নিয়ে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা । ঢাক বাজিয়ে চলে নেতৃত্বকে স্বাগত জানানোর পর্ব । কলকাতা বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে যান নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে । সফরসূচি অনুযায়ী মঙ্গলবার শহরে একটি গুরুদুয়ারাতে যাবেন শাহ ও নাড্ডা । একই সঙ্গে কালীঘাট মন্দিরেও যাওয়ার কথা তাঁদের । এর পাশাপাশি নিউটনের পাঁচতারা হোটেলেই একাধিক বৈঠক রয়েছে তাঁদের । মঙ্গলবারই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁদের দুজনেরই ।

26 ডিসেম্বর বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁরা এমজি রোডের বারা শিখ সংগতে যাবেন । এরপর 11টা 30 মিনিট নাগাদ কালীঘাট মন্দিরে দর্শন করতে যাবেন । কালীঘাটের কর্মসূচি শেষ করে মধ্যাহ্নভোজের জন্য ফিরবেন হোটেলে । এরপর বেলা 3টে নাগাদ ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠকের জন্য রওনা দেবেন । সেখানকার কর্মসূচি শেষ করে তাঁরা পুনরায় হোটেলে ফিরবেন । এরপর হোটেলেই নিজেদের ঘরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক সারবেন । এরপর 6টা 15 নাগাদ আবার তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন ।

এই বিষয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেছেন, "সংসদ নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । আমাদের কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সভাপতি রাজ্যে যাওয়া আসা করবেন ৷ অদূর ভবিষ্যতে তাদের সফর আরও বাড়বে ৷"

মূলত, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় কাজ কতটা এগিয়েছে সেই সব খতিয়ে দেখতেই তাঁদের রাজ্যে আসা বলে জানা গিয়েছে । এই নিয়ে প্রতিটি জেলা এবং লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হয়েছে যা পেশ করা হবে অমিত শাহর কাছে ।

আরও পড়ুন :

1 রাজনীতি নয়, গীতাকে সামনে রেখেই ইতিহাসে জায়গা করে নিল রবিবারের ব্রিগেড

2 বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের বিতর্কিত মন্তব্যে, প্রতিবাদে পথে নামছে তৃণমূল

3 বঙ্গ-রাজনীতি 2023: অভিষেকের নবজোয়ার থেকে শাহের টার্গেট 35 ও হিংসাদীর্ণ পঞ্চায়েত ভোট

Last Updated :Dec 26, 2023, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.