ETV Bharat / state

Fire Near Raj Bhavan: আগুন লাগা বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে তরজা কাউন্সিলর ও মেয়রের

author img

By

Published : May 10, 2023, 11:06 PM IST

বুধবার সকালে আগুন লাগে বিবাদি বাগের এক বহুতলে ৷ এই বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক । পালটা প্রশ্ন তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম ৷

Etv Bharat
বহুতলে আগুন

কলকাতা, 10 মে: রাজভবনের অদূরে বহুতলে বুধবার সকালে বিধ্বংসী আগুন লাগে । সেই আগুনের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজভবন থেকে বেরিয়ে এলাকায় যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিবাদি বাগের ওই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও ৷

এবার ওই বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগ করলেন ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক । বেআইনি নির্মাণ হলে এতদিন তিনি কোনওরকমের অভিযোগ জানাননি কেন কলকাতা পৌরনিগমের কাছে? পালটা এই প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ ছিল, এই বহুতলে বেআইনি নির্মাণ হয়েছে ৷ ছাদের উপর সেট বা ছাউনি দেওয়া হয়েছে আইন না মেনেই ।

আর এই অভিযোগ পালটা জবাব দিতে গিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম এদিন বলেন,"এটা আমার জানা নেই । কোথায় বেআইনি কাজ কত বছর আগে হয়েছে এগুলো আমার কিছুই জানা নেই । কাউন্সিলর এখন বলছেন কিন্তু আগে কখনও অভিযোগ করেননি ৷ ওনার আগে অভিযোগ করা উচিত ছিল । তবে কর্পোরেশনে গিয়ে আমি পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি ।"

তবে মেয়রের দাবি উড়িয়ে দিয়ে এদিন সন্ধ্যায় ফের মুখ খোলেন কাউন্সিলর সন্তোষ পাঠক । তিনি জানান, একাধিকবার বিষয়টি চিঠি দিয়ে কলকাতা পৌরনিগমকে জানানো হয়েছে । ওই বহুতলে অগ্নি নির্বাপণ ব্যবস্থার কোনও চিহ্ন ছিল না । ছিল না আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম । এই বিষয়টি দেখার কথা দমকল দফতরের ৷ কিন্তু তারা এতদিন নজর দেননি ৷ তাঁর আরও দাবি, এই বহুতলে একাধিক গুদাম আছে, উপরের ছাদের অংশে বেআইনিভাবে অ্যাসবেস্টরস দিয়ে ব্যবসা করা হচ্ছে ৷ এগুলি কলকাতা কর্পোরেশনের দায়িত্ব দেখার ।

আরও পড়ুন: রাজভবনের পাশে ভয়াবহ আগুন, দেখতে গেলেন রাজ্যপাল

উল্লেখ্য বুধবার সকালে রাজভবনের অদূরে একটি বহুতলের তিন তলায় আগুন লাগে । গঙ্গার কাছে হওয়ায় গঙ্গার হাওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে ৷ আগুন লাগে চতুর্থ তলে ৷ বিধ্বংসী আগুনের লেলিহান শিখা গ্রাসে চলে যায় গোটা চারতলা । কালো ধোঁয়ায় ঢাকে এলাকা ৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকলের দশটিরও বেশি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । পরে দীর্ঘ সময় ধরে চলে কুলিং প্রসেস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.