ETV Bharat / state

পুজোর আগেই খুলে দেওয়া হবে কলকাতা পৌরনিগমের প্রতিটি পার্ক

author img

By

Published : Oct 6, 2020, 9:12 PM IST

1 জুন থেকে অর্থাৎ আনলক ওয়ানে কলকাতা পৌরনিগম এলাকায় থাকা মাত্র হাতেগোনা কয়েকটি পার্ক সাময়িক সময়ের জন্য খোলার অনুমতি দেওয়া হয় প্রাতঃভ্রমণের জন্য । ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত পার্কে প্রাতঃভ্রমণের অনুমতি দেওয়া হয় । তবে শিশু ও প্রবীণ নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ।

পুজোর আগেই খুলে দেওয়া হবে কলকাতা পৌরনিগমের সবকটি পার্ক

কলকাতা, 6 অক্টোবর : পুজোর আগেই খুলে দেওয়া হবে কলকাতা পৌরনিগমের অধীনে থাকা পার্কগুলি । 15 অক্টোবরের আগেই তা খুলে দেওয়া হবে । তবে রাজ্য সরকারের গাইডলাইন মেনে খোলা হবে পার্কগুলি । তবে খোলার আগে মেরামতির কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম । কোরোনা সংক্রমণ প্রতিরোধে 24 মার্চ থেকে লকডাউন জারি হয় । 30 মে পর্যন্ত রাজ্য সরকারের নির্দেশে প্রায় সাড়ে তিন মাস সমস্ত পার্কগুলি বন্ধ ছিল । এরইমধ্যে 20 মে ঘূর্ণিঝড় আমফানের দাপটে বহু গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পৌরনিগমের পার্কগুলি ।

1 জুন থেকে অর্থাৎ আনলক ওয়ানে কলকাতা পৌরনিগম এলাকায় থাকা মাত্র হাতেগোনা কয়েকটি পার্ক সাময়িক সময়ের জন্য খোলার অনুমতি দেওয়া হয় প্রাতঃভ্রমণের জন্য । ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত পার্কে প্রাতঃভ্রমণের অনুমতি দেওয়া হয় । তবে শিশু ও প্রবীণ নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ।

কলকাতা পৌরনিগমের অধীনে 652টি পার্ক রয়েছে। ঘূর্ণিঝড় আমফানের দাপটে পার্কগুলির যথেষ্ট ক্ষতি হয় । বড় বড় গাছ ভেঙে পড়ে । বাতিস্তম্ভ ভেঙে বেহাল অবস্থা তৈরি হয় পার্কগুলিতে । পড়ে যাওয়া গাছগুলি সরিয়ে ফেলা হচ্ছে । নতুন করে বাতিস্তম্ভ বসানোর কাজ শুরু করা হয়েছে । দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে থাকার ফলে আগাছায় ভরে গেছে পার্কের একাংশ । তা পরিষ্কার করে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে কলকাতা পৌরনিগমের পার্কগুলিকে ।

কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস কুমার জানান, পুজোর আগেই খুলে দেওয়া হবে কলকাতা পৌরনিগমের সমস্ত পার্ক । সেইমতো মেরামতির কাজ শুরু হয়ে গেছে । ভেঙে পড়া অংশগুলোকে মেরামত করা হচ্ছে । 15 অক্টোবরের আগে পার্ক খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজ্য সরকারের নির্দেশের জন্য অপেক্ষা রয়েছি । নবান্ন থেকে নির্দেশ পেলেই পার্কগুলো খুলে দেওয়া হবে ।

কলকাতা পৌরনিগমের প্রায় 250টি পার্কে দুর্গা পুজো হয় । রাজ্য সরকারের নির্দেশিকার পর শুধুমাত্র দুর্গাপুজোর মণ্ডপ তৈরির জন্য পার্কের আংশিক অংশ খুলে দেওয়া হয় । যদিও পার্কে জনসাধারণের প্রবেশ এখনও বন্ধ রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.