ETV Bharat / state

Pollution Checking Device: এক যন্ত্রে মাপা যাবে সব জ্বালানির দূষণ, অত্যাধুনিক যন্ত্র দিচ্ছে পৌরনিগম

author img

By

Published : Jun 10, 2023, 10:12 PM IST

এবার এক যন্ত্রে সব ধরনের জ্বালানির দূষণ মাপা যাবে ৷ পুলিশকে অত্যাধুনিক যন্ত্র দিচ্ছে কলকাতা পৌরনিগম। সব ধরনের জ্বালানির দূষণ পরিমাপক অত্যাধুনিক যন্ত্র আপাতত 32টি কেনা হবে।

Etv Bharat
দূষণ মাপার অত্যাধুনিক যন্ত্র দিচ্ছে পৌরনিগম

কলকাতা, 10 জুন: অল ইন ওয়ান। এক যন্ত্রেই মাপা যাবে ডিজেল, পেট্রোলের ধোঁয়া থেকে সিএনজি-র ধোঁয়ায় তৈরি হওয়া দূষণের পরিমাণ। কলকাতায় ক্রমশ বেড়ে চলা বায়ু দূষণে লাগাম টানতেই এমন আধুনিক যন্ত্র কিনছে কলকাতা পৌরনিগম। আর সেই যন্ত্র তুলে দেওয়া হবে কলকাতা কর্পোরেশনের হাতে। শনিবার এমনই খবর সামনে এসেছে ৷

শীত পড়লেই দেশের মধ্যে বাতাস দূষণে শীর্ষে পৌঁছয় রাজধানী শহর দিল্লি। মাঝে মধ্যেই তাকে পাল্লা দেয় কলকাতাও। বিদ্যুৎগতিতে বাড়ছে যান বাহনের সংখ্যাও। ফলে বাতাসে দূষণের সিংহভাগই হয়ে থাকে গাড়ি থেকে নির্গত জ্বালানির ধোঁয়া থেকে। এতদিন ডিজেল চালিত ইঞ্জিন গাড়ির ধোঁয়া মাপার যন্ত্র ছিল। কোন গাড়ি থেকে কি পরিমাণ ধোঁয়া নির্গত হয়ে দূষণ ছড়াচ্ছে তা বুঝতে ৷ তবে এবার পেট্রোল, সিএনজি গাড়ির ধোঁয়াও নিরীক্ষণ করতে পারবে পুলিশ। ফলে অনেকটাই বায়ু দূষণে লাগাম দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার ও কলকাতা কর্পোরেশন সঙ্গে এক বৈঠক হয়েছিল। সেখানেই দূষণ মাপার আধুনিক যন্ত্রের প্রয়োজন বলে পুলিশের তরফে জানানো হয়েছিল। এর পরেই কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগ এই বিষয় নড়েচড়ে বসে। পরিকল্পনা করা হয় পুলিশের দাবি মতো আধুনিক মানের যন্ত্র কিনে দেওয়ার। ঠিক হয়েছে সব ধরনের জ্বালানির দূষণ পরিমাপক অত্যাধুনিক যন্ত্র আপাতত 32টি কেনা হবে। এই যন্ত্রগুলি কিনতে খরচ পড়বে প্রায় 1 কোটি 50 লক্ষ টাকা।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের যে প্রকল্প সেই টাকা দিয়েই কলকাতা কর্পোরেশন এই আধুনিক যন্ত্রগুলো কিনবে। এরপর কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। 25টি ট্রাফিক গার্ডকে 1টি করে দূষণ পরিমাপক অত্যাধুনিক যন্ত্র দেওয়া হবে। বাকি 7টা মেশিন কলকাতা পুলিশের ট্রাফিক শাখার অ্যান্টি পলিউশন সেলকে দেওয়া হবে।"

আরও পড়ুন: কর্মীদের কাজের উপর এবার কর্পোরেট ধাঁচে নজরদারি করবে পৌরনিগম

কলকাতা ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, "এতদিন আমরা সিএনজি গাড়িতে পলিউশন চেক করতে পাড়তাম না। কিন্তু কলকাতা পুরসভার সঙ্গে আমাদের একটি মিটিং হয়েছিল। তাতে বলা হয়েছে যে, পুরসভার তরফ থেকে গাড়ির পলিউশন চেক করার জন্য একটা করে মেশিন দেওয়া হবে। বিশেষ করে সিএনজি গাড়িতে পলিউশন চেক করা যাবে এই যন্ত্র দিয়ে ৷ কিন্তু সেই মেশিন এখনও হাতে পাইনি ৷ হাতে পেলে এই বিষয়টা আরও ভালো ভাবে জানতে পারব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.