ETV Bharat / state

Partha in Jail Custody: ফের জেল হেফাজতে পার্থ-সুবীরেশ-শান্তিপ্রসাদ

author img

By

Published : Feb 2, 2023, 4:59 PM IST

Updated : Feb 2, 2023, 5:34 PM IST

Partha Chatterjee Subiresh Bhattacharya and Shanti Prasad Sinha ETV Bharat
Partha in Jail Custody

16 ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানো হল পার্থ চট্টোপাধ্যায় (Partha in Jail Custody), সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহাকে ৷ আজ তাঁদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত (Alipore Court)৷

কলকাতা, 2 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় ৷ 16 ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে (Partha in Jail Custody)৷ শুধু তিনি নয়, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহাকেও 16 ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত । বৃহস্পতিবার সিবিআই আধিকারিকদের তদন্তের গতি বাড়ানোর নির্দেশ দেয় আদালত ।

কেন এখনও প্রভাবশালী তকমা ? প্রশ্ন পার্থর আইনজীবীর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আজ 16 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত । এ দিন আদালতে এসপি সিনহা এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের তরফে সওয়ালে বলা হয় যে, পার্থ চট্টোপাধ্যায় এখন আর প্রভাবশালী নন । সরকারের কোনও পদে তিনি আর নেই । তাও কেন সিবিআই-এর তরফে বারবার পার্থ চট্টোপাধ্যায়ের উপর প্রভাবশালী তকমা দেওয়া হচ্ছে ?

জামিনের আবেদন খারিজ আদালতের: পাশাপাশি শান্তি প্রসাদ সিনহার আইনজীবীদের তরফে এ দিন প্রশ্ন করা হয় যে, এর আগের দফাতেও তাঁরা সংশোধনাগারে ছিলেন । কিন্তু একবারও হেফাজতে থাকাকালীন সিবিআই সংশোধনাগারে গিয়ে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করেনি । তাও কেন তাঁদের জেলে রাখা হবে ? যদিও তা সত্বেও পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও শান্তি প্রসাদ সিনহাকে জেল হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় আলিপুর আদালত ৷

আরও পড়ুন: প্রেসিডেন্সি সংশোধনাগারে সরস্বতী পুজোয় অংশগ্রহণের অনুমতি নেই, তবে বিশেষ খাবার পাবেন পার্থ

সিবিআইকে তদন্তে গতি আনার নির্দেশ: পাশাপাশি সিবিআই আধিকারিকদের তদন্তে গতি আনার কথাও বলেন বিচারক । আদালতে সিবিআই আধিকারিকদের উদ্দেশে বলেছে, এসএসসি দুর্নীতি কাণ্ডে যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না ? পাশাপাশি তাঁদের নাম পরিচয় কেন প্রকাশ্যে আনা হচ্ছে না ? আদালতের তরফে সিবিআই আধিকারিকদের এসএসসি দুর্নীতি কাণ্ডে তদন্তের গতি বৃদ্ধি করতে বলা হয়েছে ।

Last Updated :Feb 2, 2023, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.