ETV Bharat / state

পেট্রল-ডিজ়েলের দাম নিয়ন্ত্রণসহ একাধিক দাবিতে আজ বিক্ষোভ বাস মালিক সংগঠনগুলির

author img

By

Published : Aug 12, 2020, 5:44 AM IST

ইন্সুরেন্স সার্টিফিকেটের 6 মাস মেয়াদ বৃদ্ধি, ডিজ়েলের দাম কমানো, রাজ্যের যাত্রী পরিবহন শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা ও আমফানে ক্ষতিগ্রস্ত বাস ও মিনিবাসের ক্ষতিপূরণের দাবি নিয়ে আজ বাস মালিক সংগঠনগুলির বিক্ষোভ কর্মসূচি ৷

Agitation program
বিক্ষোভ বাস মালিক সংগঠনগুলির

কলকাতা, 12 অগাস্ট : জ্বালানি তেলের দামের উপর নিয়ন্ত্রণ, সুদ বিহীন মোরেটরিয়াম মেয়াদের মতো একাধিক দাবি নিয়ে আজ পথে নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল বাস এন্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন ।

গতকাল সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "কোভিড-19 আনলক ফেজ়েও বাস ও মিনিবাস চালাতে গিয়ে মালিকরা ভীষণ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে । দীর্ঘদিন লকডাউন চলার পর এই শিল্পের রুগ্নতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সুদ বিহীন মোরেটরিয়াম মেয়াদ, ইন্সুরেন্স সার্টিফিকেটের 6 মাস মেয়াদ বৃদ্ধি, ডিজ়েলের দাম কমানো, রাজ্যের যাত্রী পরিবহন শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা ও আমফানে ক্ষতিগ্রস্ত বাস ও মিনিবাসের ক্ষতিপূরণের দাবিতে গত 26 জুন রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে প্রার্থনা করি । কিন্তু কোনও সদুত্তর মেলেনি ।"

তিনি আরও বলেন, "তাই এবার 20 জুলাই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় অসামরিক সড়ক পরিবহন মন্ত্রীর কাছে আমাদের দাবিগুলি জানিয়ে চিঠি দিই । এবারেও কোনও সদুত্তর পায়নি । তাই কোনও সমাধান না পাওয়ার কারণে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী বুধবার অর্থাৎ 12 অগাস্ট পথে নামার কর্মসূচি নিয়েছি কেন্দ্র সরকারের কাছে দাবি আদায়ের লক্ষ্যে ।"

সংগঠনের তরফে জানানো হয়েছে যে এতেও যদি কোনও সুফল না মেলে তাহলে বৃহত্তর আন্দোলনের পথই বেছে নিতে হবে তাঁদের । এর আগেও একই ইশু নিয়ে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যপালের দ্বারস্থ হয়েছে অন্যান্য বাস মালিক সংগঠনগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.