ETV Bharat / state

Sagardighi Bye Election: সাগরদিঘীতে কংগ্রেস কর্মীকে গ্রেফতার, প্রতিবাদে নির্বাচন কমিশনারকে চিঠি অধীরের

author img

By

Published : Feb 18, 2023, 6:15 PM IST

আগামী 26 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভা আসনে উপ নির্বাচন ৷ ওই ভোটের প্রচার পর্ব চলাকালীন কংগ্রেস কর্মীকে গ্রেফতার ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় ৷ বিক্ষোভ দেখায় কংগ্রেস ৷ প্রতিবাদে নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Sent Letter to ECI) ৷

Sagardighi Bye Election
Sagardighi Bye Election

কলকাতা, 18 ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের সাগরদিঘী উপ নির্বাচন (Sagardighi By Poll) যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে । শুক্রবার রাতে সাগরদিঘীর কংগ্রেস কর্মী এম আর সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে (Congress Worker Arrested in Sagardighi) । কংগ্রেসের দাবি, তাঁকে অনৈতিক ভাবে গ্রেফতার করা হয়েছে । এর বিরুদ্ধে শনিবার সাগরদিঘী থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস । নেতৃত্বে ছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) । একই ইস্যুতে তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে শনিবার সকালে চিঠি লিখেছেন । চিঠিতে সাগরদিঘীর বর্তমান অবস্থার কথা উল্লেখ করেছেন ৷

Sagardighi Bye Election
নির্বাচন কমিশনারকে চিঠি অধীর চৌধুরীর

চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, সাগরদিঘীর পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কথায় কাজ করছে ৷ তাই বিনা প্ররোচনায় কংগ্রেসের কর্মী এম আর সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে রাত সাড়ে 3টের সময় ৷ এর জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন সাগরদিঘীর ওসিকে ৷ কমিশনের (ECI) তরফে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে করা হচ্ছে বলেও চিঠিতে অধীর জানিয়েছেন ৷ তার পরও পুলিশের আচরণে পরিবেশ নষ্ট হচ্ছে বলে তাঁর অভিযোগ ৷ তাই নির্বিঘ্নে ভোট করানোর জন্য অবিলম্বে কমিশনের পদক্ষেপ করা উচিত বলে তিনি মনে করেন ৷ সেই আবেদনই তিনি কমিশনের কাছে করেছেন ৷

Sagardighi Bye Election
সাগরদিঘী থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, শুক্রবার গভীর রাতে সাগরদিঘী বিধানসভার পাটকেল ভাঙা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী সাইদুর ইসলামকে তুলে নিয়ে যায় পুলিশ । বিনা কারণে তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে । তাই, সাইদুর ইসলামকে ছাড়ার দাবিতে সাগরদিঘী থানার সামনে অবস্থান বিক্ষোভ হয় । ওই অবস্থান বিক্ষোভে ছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, অধীররঞ্জন চৌধুরী-সহ দলীয় কর্মীরা । তাঁদের সঙ্গে বিক্ষোভে সামিল হন বাম কর্মী সমর্থকরা ।

উল্লেখ্য, সাগরদিঘী বিধানসভার উপ নির্বাচনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অনুরোধে বামফ্রন্টের পক্ষ থেকে কোনও রকম প্রার্থী দেওয়া হয়নি ৷ বামেরা কংগ্রেস প্রার্থীকেই ওই কেন্দ্রে সমর্থন করছে ৷

আরও পড়ুন: তৃণমূল হারলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, সাগরদিঘির প্রচারে মন্তব্য অধীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.