ETV Bharat / state

Dev at Nizam Palace : গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে দেব

author img

By

Published : Feb 15, 2022, 11:20 AM IST

Updated : Feb 15, 2022, 12:40 PM IST

সিবিআইয়ের প্রথম তলবেই নিজাম প্যালেসে সোমবার হাজিরা দিলেন দেব (Dev at Nizam Palace) ৷ যেখানে প্রায় সব নেতাই প্রথম সিবিআই তলব এড়িয়ে যান, সেখানে প্রথম ডাকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে দেবের হাজিরা দেওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

Cattle Smuggling case News
গরু পাচার

কলকাতা, 15 ফেব্রুয়ারি : গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে গেলেন সাংসদ-অভিনেতা দেব (MP Dev at Nizam Palace for CBI questioning) ৷ সোমবার বেলা 11টা নাগাদ সিবিআই সদর দফতরে হাজির হন তিনি ৷

দেবের বিরুদ্ধে অভিযোগ, গরুপাচার কাণ্ডের মূল চক্রী এনামুল হকের থেকে দামি ঘড়ি উপহার নিয়েছিলেন ৷ যদিও তৃণমূল শিবিরের অভিযোগ, ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে একের পর এক তৃণমূল নেতাদের তলব করছে সিবিআই ৷ তবে বিভিন্ন অছিলায় সিবিআইয়ের ডাক এড়ানোই যেখানে দস্তুর সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্ধারিত দিনে প্রথম ডাকেই হাজির হলেন ঘাটালের তৃণমূল সাংসদ ৷


সোমবার সকাল 10:50 এ কলকাতার নিজাম প্যালেসে একটি সাদা রংয়ের গাড়িতে চেপে আসেন অভিনেতা তথা সাংসদ দেব । সরাসরি তিনি চলে যান সিবিআইয়ের চারতলার দুর্নীতি দমন শাখার অফিসে । সিবিআই সূত্রে খবর, রাজ্যে গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে একাধিক সাক্ষ্য-প্রমাণ এবং বিভিন্ন নথিপত্র ঘেঁটে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন একাধিক ব্যবসায়ীর নাম । সেই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতেই উঠে আসে অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী তথা দেবের নাম । ফলে তদন্তের জন্য দেবকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে গোয়েন্দাদের কাছে । তাই জন্যই এদিন দেবকে হাজিরার জন্য ডেকে পাঠায় সিবিআই ।


দেবকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগে থেকেই দু‘জনের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রথম দফায় ইনভেস্টিগেটিভ অফিসার বা আইও নিজেই জিজ্ঞাসাবাদ করবেন । তারপর একজন ডিআইজি পদমর্যাদার সিবিআই আধিকারিক সরাসরি দেবের সঙ্গে কথা বলবেন বলে সিবিআই সূত্রের খবর । জিজ্ঞাসাবাদের পর সমস্ত বয়ান নথিভুক্ত করা হবে এবং মিলিয়ে দেখা হবে আগের সাক্ষ্য-প্রমাণের সঙ্গে । সে ক্ষেত্রে যদি কোনও সংশয় থাকে ফের দেবকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা ।

একাধিক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেবের সঙ্গে গরু পাচারকারীদের যোগাযোগ ছিল বলে অভিযোগ এনেছেন সিবিআইয়ের গোয়েন্দারা । তবে এই কাণ্ডের একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি এবং সেই প্রশ্নের উত্তর সংসদ তথা অভিনেতা দেবের কাছ থেকে পেলেও পাওয়া যেতে পারে বলে আশা সিবিআইয়ের ৷ জানা গিয়েছে, মোট পাঁচ পাতার একটি প্রশ্নমালা সাজিয়ে দেবকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ।

আরও পড়ুন : CBI Notice to Dev : গরুপাচার কাণ্ডে এবার দেবকে নোটিশ সিবিআইয়ের

Last Updated :Feb 15, 2022, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.