ETV Bharat / state

Abhishek Banerjee: আমার পদবি মোদি নয়... বন্দ্যোপাধ্যায়, মাথা উঁচু করে লড়তে জানি; মন্তব্য অভিষেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 1:25 PM IST

Updated : Aug 28, 2023, 2:17 PM IST

Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee at TMCP Foundation Day Rally: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার কলকাতার মেয়ো রোডে জনসভা হয় ৷ সেখানে ভাষণ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকেই তিনি হুংকার দেন যে তিনি পালানোর লোক নন ৷

কলকাতা, 28 অগস্ট: চিকিৎসার জন্য বিদেশযাত্রা নিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল বলে অভিযোগ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, ‘‘আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি, সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি নাকি আর ফিরব না ৷’’

সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই মন্তব্য করেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড ৷ পাশাপাশি বার্তা দেন যে তিনি পালিয়ে যাওয়ার লোক নন ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার পদবি মোদি নয়, আমার পদবি চোক্সি নয়, আমার পদবি মালিয়া নয় ৷ আমার পদবি বন্দ্যোপাধ্য়ায় ৷ নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আমরা মাথা উঁচু করে লড়তে জানি ৷ মাথা নিচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না ৷’’

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যান তাঁর চোখের চিকিৎসার জন্য ৷ সেখানে তিনি বেশ কয়েকদিন ছিলেন ৷ তার পর দিনকয়েক আগে ফিরে আসেন ৷ তাঁর বিদেশযাত্রার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতা সোশাল মিডিয়ায় দাবি করেন যে দুর্নীতির তদন্তের হাত থেকে বাঁচতেই বিদেশে পালিয়ে গিয়েছেন অভিষেক ৷ তিনি আর দেশে ফিরবেন না ৷

বিদেশে গেলেও এই বিষয়টি যে তাঁর নজরে এসেছে, সেটা সোমবার মেয়ো রোডের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর স্পষ্ট হয়েছে ৷ পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে বিরোধীরা যতই দাবি করুক, তিনি পালানোর লোক নন ৷ সেই কারণেই তিনি শুধু পদবি উল্লেখ করে গত কয়েক বছরে দেশ ছেড়ে চলে যাওয়া তিনজনের কথা উল্লেখ করেছেন ৷ সেই তিনজন হলেন - নীরব মোদি, মেহুল চোক্সি ও বিজয় মালিয়া ৷ এই তিনজনের বিরুদ্ধেই ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে ৷ তিনজনের বিরুদ্ধেই তদন্ত চলছে ৷ আর তিনজনকেই বিদেশ থেকে দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালাচ্ছে ৷

আরও পড়ুন: 'নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না', রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার

এ দিন নিজের স্বপক্ষে যুক্তি সাজাতে তাই, এই তিনজনের কথা উল্লেখ করে বোঝাতে চেয়েছেন যে তিনি পালিয়ে যাওয়ার লোক নন ৷ একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজেই ফাঁসির মঞ্চে হাজির হবেন ৷

Last Updated :Aug 28, 2023, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.