ETV Bharat / state

লকডাউনের জেরে নেই কাজ, আত্মহত্যা TB-তে আক্রান্ত যুবকের

author img

By

Published : Oct 28, 2020, 10:51 PM IST

আজ সকাল দশটা নাগাদ পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় জগদীশ দাস নামে ওই যুবকের দেহ দেখতে পান । পেশায় মোটর মেকানিক জগদীশের বয়স 38 বছর ।

a young man attempt to suicide
a young man attempt to suicide

কলকাতা, 28 অক্টোবর : লকডাউনে কাজ হারিয়েছিলেন । পকেটে ছিল টাকার টান । অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, বাড়িতে হাঁড়ি চড়ানোর অবস্থা ছিল না । মাঝেমধ্যেই অভুক্ত থাকা । আর সেই সূত্র ধরেই শরীরে বাসা বাঁধে TB । তার জেরে নেমে এসেছিল হতাশা । সেই হতাশা থেকে মদ্যপান শুরু । আজ আত্মহত্যা করে সেই যুবক ।

আজ সকাল দশটা নাগাদ পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় জগদীশ দাস নামে ওই যুবকের দেহ দেখতে পান । পেশায় মোটর মেকানিক জগদীশের বয়স 38 বছর ।

প্রাথমিকভাবে তাঁর গলায় ফাঁসের দাগ ছাড়া শরীরে কোনও ক্ষতচিহ্ন ছিল না । খবর দেওয়া হয় টালিগঞ্জ থানায় । টালিগঞ্জ থানার পক্ষ থেকে বিষয়টি জানানো হয় কসবা থানায় । কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । তবে এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.