ETV Bharat / state

রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক : মমতা

author img

By

Published : Apr 19, 2021, 3:06 PM IST

Updated : Apr 19, 2021, 3:49 PM IST

মালদায় সার্কিট হাউসে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য কীভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেবে তারই রূপরেখা তৈরি করে দিলেন মমতা ৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগেরবারের তুলনায় 20 শতাংশ বেশি বেড তৈরি রাখা হয়েছে বলে মমতা জানান ৷

মমতা
মমতা

মালদা, 19 এপ্রিল : রাজ্যে 2 হাজার জন করোনা রোগী আশঙ্কাজনক ৷ তাই করোনা নিয়ে সচেতন থাকুন ৷ মালদার সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষের কাছে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা মোকাবিলায় রাজ্য়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান তিনি ৷ দেশের সঙ্গে রাজ্যেও দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ ৷ আগের সব রেকর্ড ভেঙে প্রতিদিনই নতুন নতুন সংক্রমণের ল্য়ান্ডমার্ক তৈরি হচ্ছে ৷ এরই মধ্যে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন ৷ তাই সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা ৷

আজ মুখ্যমন্ত্রী করোনা নিয়ে সচেতন থাকার কথা বলেন ৷ তিনি বলেন, ‘‘করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ৷ সচেতন থাকুন ৷ রাজ্যে 2 হাজার করোনা রোগী আশঙ্কাজনক ৷ ‘‘

মালদায় সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে রাজ্য কীভাবে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেবে, তারই রূপরেখা তৈরি করে দিলেন মমতা ৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগেরবারের তুলনায় 20 শতাংশ বেশি বেড তৈরি রাখা হয়েছে বলে মমতা জানান ৷ এছাড়া মমতা জানান, রাজ্যে 200টি সেফ হোমে মোট 11 হাজার বেড তৈরি রাখা হয়েছে ৷ 400টি করোনা অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছে করোনা সংক্রমিতদের জন্য ৷ তবে ভোটের জন্য সেফ হোম তৈরির জায়গার অভাব যে হচ্ছে, সে কথা জানাতে ভোলেননি মমতা ৷

এরপরই ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সময়মতো ভাবেনি কেন্দ্রীয় সরকার ৷ রাজ্য়ে পর্যাপ্ত ভ্যাকসিন নেই ৷ ভ্য়াকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ৷ প্রয়োজনে ভ্যাকসিন কিনতেও তৈরি ৷ তবে কেন্দ্রের তরফে এখনও চিঠির কোনও উত্তর পাইনি ৷’’

আরও পড়ুন : দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

মালদায় সাংবাদিক বৈঠকে ফের ভোটের দফা কমানো নিয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বলেন, ‘‘ ভোট একদিনে হলে ভাল হয় ৷ এতে সংক্রমণের আশঙ্কা কমে ৷ এমনকী যদি সম্ভব হয় তাহলে শেষ দুই দফার নির্বাচনও যদি একদিনে করা যায় ৷’’ তবে নাইট কার্ফু যে করোনা সংক্রমণ আটকানোর জন্য যথেষ্ট নয়, সেকথা সাফ জানিয়ে দেন তিনি ৷ সরকারি অফিসগুলিতে 50 শতাংশ হাজিরার কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও ওয়ার্ক ফ্রম হোমের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায় ৷

Last Updated : Apr 19, 2021, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.