ETV Bharat / state

কেন্দ্র ও রাজ্য সরকার সংবিধান বিরোধী কাজ করছে, অভিযোগ সুজনের

author img

By

Published : Nov 26, 2019, 10:30 PM IST

2015 সালে দিল্লিতে মোদি সরকার সংবিধান দিবস পালনের রীতি চালু করে । প্রতি বছরই চলছে এই রীতি । সেই উদাহরণ তুলে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে আক্রমণ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।

সুজন
ছবি

কলকাতা, 26 নভেম্বর : সংবিধান রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বামেদের । তা সে রাজ্য হোক বা কেন্দ্র । বামেদের অভিযোগ, স্বাধীনতার এতগুলো বছর কেটে গেলেও কেন্দ্র বা রাজ্যের সরকার নিজেদের খেয়াল খুশি মতো সংবিধানকে অপব্যবহার করেছে ।

2015 সালে দিল্লিতে মোদি সরকার সংবিধান দিবস পালনের রীতি চালু করে । প্রতি বছরই চলছে এই রীতি । সেই উদাহরণ তুলে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন সুজন । তাঁর অভিযোগ, ''গোটা দেশে সঙ্গে এ রাজ্যেও সংবিধান আক্রান্ত । সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলিকে এড়িয়ে চলছে BJP এবং তৃণমূল কংগ্রেসের সরকার ।''

তাঁর আরও অভিযোগ, BJP দেশে যা করবে পশ্চিমবঙ্গ সরকার হুবহু তা অনুকরণ করছে । এর পরই তিনি বলেন, ''দেশের সংবিধান আমাদের গর্ব । স্বাধীনতা সংগ্রামের আদর্শ আমাদের সংবিধানের ভিত্তি । তার গুরুত্ব-মর্যাদা রক্ষা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ।''

ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্যবাদ, এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য । এরপরই সুজনের কটাক্ষ, ''সবকিছুকে বরবাদ করার চক্রান্ত চলছে । কেন্দ্রীয় সরকার নষ্ট করতে চাইছে সংবিধানকে । মানুষের ভোট উলটে দেওয়া হচ্ছে । বিভাজনের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার । সংবিধান বিরোধী সব কাজ করা হচ্ছে ।''

এরপরই রাজ্য সরকারকে নিশানা করেন সুজন । কেন্দ্রের মতো রাজ্য সরকারও সংবিধান বিরোধী কাজ করে চলেছে, অভিযোগ তাঁর । সুজনের অভিযোগ, যে ভাবে পঞ্চায়েত, পৌরসভা ভোট জিতেতে তৃণমূল, তা সংবিধান বিরোধী । এতে সংবিধানের মান-মর্যাদা নষ্ট হচ্ছে । কেন্দ্র ও রাজ্য সরকার মানবদরদি নয় বলেও অভিযোগ তুলেছেন সুজন ।

Intro:যেভাবে সংবিধান রক্ষা করার কথা ছিল সে কথা রাখেনি কোন সরকার। দেশ এবং রাজ্যের সরকার নিজের খেয়াল-খুশি মতো সংবিধানকে অপব্যবহার করেছে। সংবিধানের সত্তর বছরে ক্ষোভ প্রকাশ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।


Body:সংবিধান দিবস পালনের রেওয়াজ ইদানীংকালে চালু হয়েছে। ২০১৫ সালে দিল্লিতে বিজেপি সরকার সংবিধান দিবস পালনের রীতি চালু করে। এখন এরাজ্যে কার্যকরী করার চেষ্টা চলছে সংবিধান দিবস পালনের। অথচ সমগ্র দেশের সঙ্গে এ রাজ্যেও সংবিধান আক্রান্ত। সংবিধানের মূল বৈশিষ্ট্য গুলিকে এড়িয়ে চলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সরকার। জানালেন বামপরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী।
তিনি জানিয়েছেন, বিজেপি দেশে যা করবে পশ্চিমবঙ্গ সরকার হুবহু তা অনুকরণ করবে। বিজেপির জুতো পায়ে গলালে শাসক দল তৃণমূলের কি সুবিধা হয় তা অজানা। দেশের সংবিধান গর্ব। স্বাধীনতা সংগ্রাম সঞ্জাত মনোভাব থেকে আমাদের সংবিধান। তার গুরুত্ব রক্ষা করা এবং মর্যাদা রক্ষা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্যবাদ, মানুষ মুখিতাই সংবিধানের মূল লক্ষ্য। সবকিছুকে বরবাদ করার চেষ্টা চলছে। দেশের সরকার নষ্ট করতে চাইছে সংবিধানকে। মানুষের ভোট উল্টে দেওয়া হচ্ছে। সরকারকে দখল করা হচ্ছে। বিভাজনের বন্দোবস্ত পাকা করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। সংবিধান বিরোধী সব কাজ করা হচ্ছে। রাজ্যসরকার ঠিক একই ভাবে সংবিধানবিরোধী ভাবে পুরসভা পঞ্চায়েত জেলাপরিষদ না জিতে সংবিধানবিরোধী ভাবে দখল করেছে। এতে সংবিধানের মান মর্যাদা নষ্ট হচ্ছে। মানুষমুখী মনোভাব যাতে নষ্ট করা যায় সে পথেই চলেছে দেশ এবং রাজ্য সরকার। সংবিধানের ৭৩ বছরে চূড়ান্ত প্রকাশ করে একথা জানালেন সুজন চক্রবর্তী।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.