ETV Bharat / state

Coal Smuggling Case: কয়লা কাণ্ডে ইসিএলের জিএম-সহ গ্রেফতার 7

author img

By

Published : Jul 14, 2022, 12:27 PM IST

Coal Smuggling news
কয়লা কাণ্ডে ইসিএলের একজন বর্তমান এবং তিন প্রাক্তন কর্মী গ্রেফতার

কয়লা পাচার কাণ্ডের ইসিএল-এর বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে চারজন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই (Coal Smuggling) । তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে গ্রেফতার করে সিবিআই ।

কলকাতা, 15 জুলাই: কয়লা পাচারকাণ্ডে ইসিএল-এর বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে চারজন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই (Coal Smuggling)। তাঁরা ছাড়াও আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ইসিএল কর্তারা সিবিআই-এর নজরে ছিলেন ।

সিবিআই-এর অভিযোগ, এই সব কর্তারা আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, রানিগঞ্জ এলাকার কয়লা খাদানের দায়িত্বে ছিলেন এবং তাঁরাই অবৈধ ভাবে টেন্ডার করিয়ে একাধিক কয়লা মাফিয়াকে সেখান থেকে কয়লা তুলতে সাহায্য করে দিয়েছিলেন বলে জানা যায় ৷ তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে গ্রেফতার করে সিবিআই ।

কয়লা পাচারকাণ্ডে বুধবার কলকাতার নিজাম প্যালেসে মোট 7 জনকে তলব করেছিল সিবিআই । এই সাত জনের মধ্যে তিনজন ইসিএল-এর প্রাক্তন জেনারেল ম্যানেজার । তাঁদের নাম, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ মল্লিক, তন্ময় দাস । এছাড়াও গ্রেফতার করা হয়েছে ইসিএল-এর বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মৈত্রকে । দেবাশিস মুখোপাধ্যায় এবং রিঙ্কু বেহারা নামে দুই নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করেছে সিবিআই । এছাড়াও একজন ম্যানেজার যাঁর নাম মুকেশ কুমার তাঁকেও গ্রেফতার করেছে সিবিআই । দীর্ঘ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে সিবিআই ।

আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডের সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রাজ্য পুলিশের

জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে তদন্ত করতে গিয়ে সিবিআই-এর গোয়েন্দারা জানতে পেরেছেন, শুধুমাত্র কয়লা মাফিয়া নয় কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে ইসিএল-এর বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্তাও । ফলে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এবং বেশ কয়েকজন কয়লা মাফিয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করে তাঁদের বয়ান রেকর্ড করে এই সকল কর্তাদের নাম পান সিবিআইয়ের গোয়েন্দারা ।

বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং রানিগঞ্জের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর সিবিআই গোয়েন্দারা জানতে পারেন যে, কয়লা মাফিয়ারা যেমন প্রভাবশালীদের টাকা দিয়েছিল, ঠিক সেই ভাবেই ইসিএল-এর একাধিক কর্তাকেও তারা টাকা দিয়ে বিভিন্ন কাজ হাতিয়ে নিয়েছিল । এরপরেই তদন্তকারীরা খতিয়ে দেখেন সেইসময় রানিগঞ্জ, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া কয়লা খাদানের দায়িত্বে কারা কারা ছিলেন । এই সকল কর্তাদের নাম সিবিআই-এর খাতায় নথিভুক্ত হয় । জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয় । কিন্তু বক্তব্যে অসঙ্গতির ফলেই তাঁদেরকে গ্রেফতার করে সিবিআই ।

সিবিআই গোয়েন্দারা বেশ কিছুদিন আগেই এই ইসিএল-এর 7 জন কর্তার নাম ঠিকানা পেয়ে যান । তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা । তাঁদের বাড়ি থেকে বেশকিছু নথিপত্র ইতিমধ্যেই সংগ্রহ করেছেন তাঁরা ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, সেই নথিপত্র থেকে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ইসিএল-এর কর্তা ব্যক্তির নাম ইতিমধ্যেই সামনে এসেছে সিবিআই-এর কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.