ETV Bharat / state

Swasthya Sathi Card From KMC : সাউথ সিটি আবাসনের 250 পরিবারের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিল কলকাতা পৌরনিগম

author img

By

Published : Apr 9, 2022, 3:16 PM IST

Swasthya Sathi Cards
Swasthya Sathi Cards

স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন সাউথ সিটি আবাসনের 500 অভিজাত পরিবারের (250 Families in South City Housing Received Swasthya Sathi Cards from KMC) ৷ শনিবার শিবিরে কার্ড নিলেন 250 পরিবার ৷

কলকাতা, 9 এপ্রিল : হতদরিদ্র পরিবার নয়, কোটিপতিদেরও আস্থা রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে । খাস কলকাতার 93 নম্বর ওয়ার্ডে অভিজাত আবাসন সাউথ সিটির প্রায় 500 পরিবার এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছিল । শনিবার সেই আবাসনেই একটি শিবির করে প্রায় 250 জনের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল কলকাতা পৌরনিগমের উদ্যোগে (250 Families in South City Housing Received Swasthya Sathi Cards from KMC) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী । সরকারি কোনও স্বাস্থ্যবীমার আওতাধীন ছাড়া বাকি সকলেই এই বীমার আওতায় আসতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি । এই প্রকল্পের কার্ড পরিবারের মহিলা সদস্যের নামে হবে । চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবেন এক একটি পরিবার । আর এই বীমার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার ।

কলকাতা পৌরনিগমের তরফে সাউথ সিটি আবাসনের 250 পরিবারের হাতে সাস্থ্যসাথী কার্ড

মূলত গরিব মানুষদের জন্যই এই প্রকল্প । তবে এবার সেই প্রকল্পের আওতায় আসতে ও সুযোগ সুবিধা গ্রহণ করতে বিত্তশালী মানুষরাও পিছিয়ে থাকলেন না । সাউথ সিটি আবাসন যেখানে এক একটি ফ্ল্যাটের দাম প্রায় কোটি টাকা । সেই আবাসনের প্রায় 500 পরিবার এবার এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন জানানো কার্যত নজিরবিহীন ।

এদিন এই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার জন্য সাউথ সিটি আবাসনেই একটি শিবির হয় । উপস্থিত থেকে আবাসিকদের হাতে সেই কার্ড তুলে দেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার ও কাউন্সিলর মৌসুমী দাস । এই প্রসঙ্গে দেবাশিস কুমার বলেন, "এতবড় একটা আবাসন, এত লোক থাকেন এখানে ৷ এটাই স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্য । স্বাস্থ্যসাথী মানেই গরিব মানুষদের এই ধারণা ভুল । সেখানে বিত্তশালী আসবেন না কেন ? এই প্রকল্প সকলের । আমাদের ভাল লাগছে এত বড় একটা অভিজাত আবাসন এই প্রকল্প গ্রহণ করেছে । আজ 250 জনের মতো কার্ড নেবেন । আগামিদিনে অন্য অন্য বড় আবাসনে গিয়ে এই শিবির করব ।"

আরও পড়ুন : GD Birla School Reopen : সোমবার থেকে খুলছে জিডি বিড়লার রানিকুঠি ক্যাম্পাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.