ETV Bharat / state

কোরোনা রোগীদের পুষ্টিকর পথ‍্যের জন্য তিন মাস পরে বাড়ল 25 টাকা

author img

By

Published : Sep 15, 2020, 10:50 PM IST

25 rupees increased for nutritional diet for corona patient
কোরোনা রোগীদের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি

কোনও রোগীর চিকিৎসার ক্ষেত্রে পথ্য হিসাবে তাকে দেওয়া খাবারের বিষয়টি গুরুত্বপূর্ণ । পথ‍্য হিসাবে কোন রোগীর ক্ষেত্রে কোন ধরনের খাবার দেওয়া প্রয়োজন , তাও গুরুত্বপূর্ণ । গতকাল অর্থাৎ 14 সেপ্টেম্বর এক নির্দেশে রাজ্যের সরকারি কোরোনা হাসপাতালগুলিতে প্রতি রোগী পিছু প্রতিদিনের বরাদ্দ 175 টাকা করা হয়েছে ।

কলকাতা , 15 সেপ্টেম্বর : সরকারি কোরোনা হাসপাতালগুলিতে ভরতি থাকা কোরোনা রোগীদের পথ্যের জন্য তিন মাস পরে ফের বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার । খাবারের গুণগত মান এবং পরিমাণ বৃদ্ধির জন্য এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে । গত জুন মাসে রোগী পিছু প্রতিদিনের খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি করে হয়েছিল 150 টাকা । তিন মাস পরে একই উদ্দেশে এই বরাদ্দ 150 টাকা থেকে বাড়িয়ে করা হয় 175 টাকা । অর্থাৎ, তিন মাস পরে কোরোনা রোগীদের রান্না করা পুষ্টিকর পথ‍্যের জন্য 25 টাকা বাড়ানো হল।


কোনও রোগীর চিকিৎসার ক্ষেত্রে পথ্য হিসাবে তাকে দেওয়া খাবারের বিষয়টি গুরুত্বপূর্ণ । পথ‍্য হিসাবে কোন রোগীর ক্ষেত্রে কোন ধরনের খাবার দেওয়া প্রয়োজন , তাও গুরুত্বপূর্ণ । গতকাল অর্থাৎ 14 সেপ্টেম্বর এক নির্দেশে রাজ্যের সরকারি কোরোনা হাসপাতালগুলিতে প্রতি রোগী পিছু প্রতিদিনের বরাদ্দ 175 টাকা করা হয়েছে । এই টাকায় কোরোনা রোগীদের জন্য পুষ্টিকর খাবার দেওয়া হবে । এই নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে ভেজিটেরিয়ান এবং নন-ভেজিটেরিয়ান কোরোনা রোগীদের জন্য কোন ধরনের খাবার দেওয়া হবে ।

নন-ভেজিটেরিয়ান কোরোনা রোগীদের জন্য পথ‍্য:

সকালে : চা এবং দু’টি বিস্কুট।
ব্রেকফাস্ট : চার পিস পাউরুটি , একটি সিদ্ধ ডিম , একটি কলা এবং 250 মিলি দুধ ।
লাঞ্চ : 150 গ্রাম ফাইন রাইস , 50 গ্রাম ডাল , মাছ অথবা চিকেন 80-90 গ্রাম , মরশুমি সবজি 100 গ্রাম এবং দই 100 গ্রাম।
সন্ধেবেলায় : চা এবং দু’টি বিস্কুট।
ডিনার : ফাইন রাইস 100 গ্রাম অথবা রুটি , ডাল 50 গ্রাম , মাছ অথবা চিকেন 100 গ্রাম , মরশুমি সবজি 75 গ্রাম ।

ভেজিটেরিয়ান COVID-19 রোগীদের জন্য পথ‍্য:

সকালে : চা এবং দু’টি বিস্কুট।
ব্রেকফাস্ট : চার পিস পাউরুটি , একটি কলা এবং 350 মিলি দুধ ।
লাঞ্চ : 150 গ্রাম ফাইন রাইস , 50 গ্রাম ডাল , পনির অথবা মাশরুম কিংবা সোয়াবিন 80-90 গ্রাম , মরশুমি সবজি 100 গ্রাম এবং দই 100 গ্রাম।
সন্ধেবেলায় : চা এবং দুটি বিস্কুট ।
ডিনার : ফাইন রাইস 100 গ্রাম অথবা চাপাটি , ডাল 50 গ্রাম, পনির অথবা সোয়াবিন কিংবা রাজমা 80-90 গ্রাম , মরশুমি সবজি 75 গ্রাম।

গত জুন মাসের নির্দেশ অনুযায়ী , কোরোনা রোগীদের পথ্য হিসাবে উক্ত খাবারগুলিই দেওয়া হত ৷ তবে চা , বিস্কুট দেওয়া হত না ৷ এইবারে বরাদ্দ বৃদ্ধি করায় তা দেওয়া হচ্ছে ৷ সেইসঙ্গে ভাতের পরিমাণ 100 গ্রাম থেকে বাড়িয়ে 150 গ্রাম করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.