ETV Bharat / state

রাজ্যে ফের লকডাউনের দু'দিন আগে কোরোনা আক্রান্ত 2,261

author img

By

Published : Jul 21, 2020, 9:10 PM IST

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 44 হাজার 769 । আজ কোরোনায় আক্রান্ত 2,261 । এনিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 47 হাজার 30 ।

কোরোনা
কোরোনা

কলকাতা, 19 জুলাই : আরও খারাপ হচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি । সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই 23 ও 25 তারিখে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে । এর মাঝে আজ ফের দু'হাজারের বেশি কোরোনা আক্রান্ত । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা 2,261 । এর জেরে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 হাজার 30 । কমেছে সুস্থতার হারও । তবে গত দুদিনের তুলনায় বেশি । পাশপাশি আজ মোট 35 জনের মৃত্যু হয়েছে রাজ্যে ।

গত 24 ঘণ্টায় 2,261 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল 47 হাজার 30 । গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 44 হাজার 769 । গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 1,147 জনের মৃত্যু হয়েছিল । আজ 35 জনের মৃত্যু হওয়ায় তা বেড়ে দাঁড়ায় 1,182 । আজ 609 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে । এ নিয়ে রাজ্যে মোট 28 হাজার 35 জন সুস্থ হয়ে উঠল । এই মুহূর্তে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার 59.61 শতাংশ । গত দু'দিনের থেকে হার বেড়েছে । গতকাল সুস্থতার হার ছিল 59.1 শতাংশ । 19 তারিখ সুস্থতার হার ছিল 58.56 শতাংশ ।

রাজ্যে গতকাল পর্যন্ত 7 লাখ 16 হাজার 365 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 13 হাজার 064 জনের নমুনা পরীক্ষা করা হয় । এ পর্যন্ত মোট 7 লাখ 29 হাজার 429 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 8 হাজার 105 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার 6.45 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 54 । এই সপ্তাহে নতুন করে দুটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । একটি ল্য়াবরেটরি এখনও অনুমোদনের অপেক্ষায় ।

বর্তমানে রাজ্য়ে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এই মুহূর্তে সেখানে 3 হাজার 687 জন রয়েছে । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 3 হাজার 645 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 82 হাজার 434 জন রয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছে 32 হাজার 304 জন । ছাড়া পেয়েছে 3 লাখ 50 হাজার 130 জন ।

এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 81 । এর মধ্যে 27টি সরকারি ও 54 টি বেসরকারি । যেগুলিকে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত করেছে সরকার । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 11 হাজার 239 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.