ETV Bharat / state

Kalimpong Municipality: প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে অভিযান কালিম্পং পৌরসভার

author img

By

Published : Jul 1, 2023, 10:31 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

দূষিত হচ্ছে পাহাড় ৷ অথচ সচেতন নয় শহরবাসী ৷ প্লাস্টিক ব্যবহার নিয়ে এবার উদ্বেগে কালিম্পং জেলা প্রশাসনের ৷ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতেই এবার অভিযানে নামল পৌরসভা ৷

প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে অভিযান

কালিম্পং, 1 জুলাই: পাহাড় বললেই চোখের সামনে ভেসে ওঠে প্রকৃতির মোহময়ী রূপ ৷ সবুজের সমারোহ ৷ মানুষের বিশ্বাস পাহাড়ের বাতাসে থাকে না কোনও বিষাক্ত ধূলিকণা ৷ শুদ্ধ বাতাস বুক ভরে নেওয়ার জন্য আজও মানুষ শহরের বিষাক্ত পরিবেশ ছেড়ে পাহাড়ে যায় ৷ সেই পাহাড়েই যদি দূষণ হয়, তবে মানুষের প্রাণভরে বাতাস নেওয়ার জায়গাও আরও ছোট হতে থাকে ৷ আর পাহাড়ের পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক ব্যবহার ৷ যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন ৷

প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ কালিম্পং জেলা প্রশাসনের । সতর্কতার পরেও সচেতন নয় শহরবাসী । এবার পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে অভিযানে নামল ওই জেলার পুলিশ ও জেলা প্রশাসন । শনিবার অভিযানে নামে কালিম্পং পৌরসভা ও জেলা পুলিশ । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এই অভিযানে উপস্থিত ছিলেন। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান, ডেপুটি পুলিশ সুপার বিনোদ ছেত্রী-সহ অন্যান্যরা।

কালিম্পং জেলায় গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে প্লাস্টিক ব্যবহারের প্রবণতা । বিষয়টি দেখেই টানা তিন সপ্তাহ সচেতনতা অভিযানে নেমেছিল পৌরসভা ও জেলা প্রশাসন । কিন্তু তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ । সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের মধ্যে প্লাস্টিক ব্যবহারের প্রবণতা বেড়ে চলছে ৷ একাধিকবার সচেতন কারার পরেও কমেনি প্লাস্টিক ব্যবহারের প্রবণতা ৷ এদিনের অভিযানে জরিমানও করা হয়েছে প্লাস্টিক ব্যবহারকারীদের ৷ সর্বনিম্ন দু’হাজার টাকা থেকে সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয় ।

আরও পড়ুন: পরিবেশ দিবস পালনই সার ! কলকাতায় এখনও বন্ধ হয়নি সিঙ্গল ইউজ প্লাস্টিক

এ প্রসঙ্গেই কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, "টানা তিন সপ্তাহ সচেতনতা অভিযান চালানো হয়েছিল । কিন্তু তারপরেও প্লাস্টিক ব্যবহারের প্রবণতা কমেনি । ফলে পাহাড়ের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে । পরিবেশ দূষণ হচ্ছে ৷ সেকারণে আমরা জরিমানা করেছি ।" পাশাপাশি ডেপুটি পুলিশ সুপার বিনোদ ছেত্রী জানান, প্লাস্টিক ব্যবহারে পৌর আইনে জরিমানা করা হয়েছে । প্লাস্টিক ক্য়ারিব্যাগ, প্লাস্টিকের তৈরি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । আগামীতেও পৌরসভা এই অভিযান চালাবে বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.