ETV Bharat / state

Army Truck Falls into Teesta: জাতীয় সড়ক থেকে তিস্তায় পড়ল সেনার ট্রাক, নিখোঁজ চালক

author img

By

Published : Apr 1, 2023, 7:37 PM IST

Driver went Missing after Army Truck Falls into Teesta in Kalimpong
তিস্তায় পড়ল সেনার ট্রাক

কালিম্পঙের তিস্তা বাজারে দুর্ঘটনা ৷ তিস্তায় পড়ে গেল সেনাবাহিনীর ট্রাক ৷ ঘটনার পর থেকেই নিখোঁজ ট্রাকের চালক ৷

চলছে উদ্ধারকাজ

কালিম্পং, 1 এপ্রিল: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় গিয়ে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক ৷ এই দুর্ঘটনার পর থেকে খোঁজ মিলছে না বাহিনীর এক জওয়ানের ৷ তবে, তাঁর এক সহকর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ শনিবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিম্পং থানার অন্তর্গত তিস্তা বাজার এলাকায় ৷ নিখোঁজ জওয়ানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

জেলা প্রশাসন এবং সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্যাংটক থেকে সেবকের মিলিটারি স্টেশনে যাওয়ার সময় দুর্ঘটনায় কবলে পড়ে বাহিনীর ওই ট্রাকটি ৷ সেই সময় ওই ট্রাকে সেনার এক চালক ছাড়াও আরও এক জওয়ান সওয়ার ছিলেন ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই তিস্তা বাজারের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ তাঁকে নিয়েই ট্রাকটি পার্বত্য ঢাল গড়িয়ে সটান তিস্তায় গিয়ে পড়ে ৷ সেই সময় ওই ট্রাকে সওয়ার অন্য জওয়ান কোনও মতে লাফিয়ে খাদের ঢালে নেমে যান ৷ কিন্তু, সঙ্গীকে বাঁচানোর সুযোগ পাননি তিনি ৷ তাঁকে নিয়েই ওই ট্রাকটি ধীরে ধীরে তিস্তায় তলিয়ে যায় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ ৷ পৌঁছে যান বিপর্যয় মোকাবিলাবাহিনীর সদস্যরা ৷ পাশাপাশি, কালিম্পং থেকে পৌঁছয় সেনাবাহিনীর নিজস্ব উদ্ধারকারী দল ৷ যৌথভাবে অভিযান চালিয়ে ট্রাক থেকে কোনও মতে প্রাণ বাঁচানো জওয়ানকে ধীরে ধীরে উপরে তুলে আনা হয় ৷ এরপর তাঁকে দ্রুত কালিম্পংয়ের সেনা হাসপাতালে পাঠানো হয় ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

আরও পড়ুন: তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ এক

অন্যদিকে, নিখোঁজ জওয়ানের সন্ধানে তিস্তায় নেমে তল্লাশি শুরু করেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ পাশাপাশি, ক্রেনের সাহায্যে দুর্ঘটনার প্রায় 4 ঘণ্টা পর তলিয়ে যাওয়া ট্রাকটিকে নদী থেকে তোলা সম্ভব হয় ৷ কিন্তু, শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজ জওয়ানের কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ তাঁর নামও প্রকাশ্য়ে আনেনি সেনা কর্তৃপক্ষ ৷ এই দুর্ঘটনার জেরে শনিবার সারাদিন 10 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ বিপত্তি এড়াতে যান নিয়ন্ত্রণ শুরু করে পুলিশ ৷ সেনাবাহিনীর তরফে কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "উদ্ধার কাজ চলছে ৷ এক জওয়ানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্য জওয়ানের খোঁজে নদীতে তল্লাশি চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.