ETV Bharat / state

ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহলে

author img

By

Published : Mar 2, 2021, 2:27 PM IST

west bengal assembly election 2021: mao poster recovered from jhargram
ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার জঙ্গলমহল জুড়ে চাঞ্চল্য

ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এ বিষয়ে মুখো খোলেননি স্থানীয়রা।

ঝাড়গ্রাম 2 মার্চ: নির্বাচন ঘোষণার পরেই ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টার পড়ল জঙ্গলমহলে । ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার মালাবতী, চিয়ানবেড়া, পলাশবনী-সহ বিভিন্ন গ্রামের রাস্তায় ও বিভিন্ন বাড়ির দেওয়ালে গাছে এবং বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টারে লাল কালিতে লেখা রয়েছে বিজেপি হাত গুটাও, তৃণমূল কংগ্রেস দুর হটাও । নীচে লেখা সিপিআই মাওবাদী । সেইসঙ্গে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা ।

নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ২৭ মার্চ থেকে শুরু ভোটগ্রহণ। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচনের জন্য মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়পত্র জমা নেওয়ার কাজ । ঠিক সেই দিন থেকেই জঙ্গলমহল ফের উত্তপ্ত হয়ে উঠল মাওবাদী পোস্টারে । মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার মালাবতী, চিয়ানবেড়া, পলাশবনী-সহ বিভিন্ন গ্রামের রাস্তায় ও বিভিন্ন বাড়ির দেওয়ালে ও গাছে এবং বেলপাহাড়ি থানার বিভিন্ন গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখা দিয়েছে । ওই পোস্টারে লাল কালিতে লেখা রয়েছে বিজেপি হাত গুটাও, তৃণমূল কংগ্রেস দুর হটাও। জঙ্গলমহলে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে পোস্টারে ।

এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা । ঘটনাস্থলে পুলিশ গিয়ে পোস্টার গুলিকে উদ্ধার করেছে । বহু পোস্টার রাস্তাঘাটে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তবে স্থানীয় বাসিন্দারা কেউ এ বিষয়ে মুখ খুলতে চাননি ।

আরও পড়ুন: নমস্কার বাংলা... মালদায় আসার আগে টুইট আদিত্যনাথের

বিধানসভা নির্বাচনের আগে মাওবাদীরা নিজেদের অস্তিত্বের জানান দিল । এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রকার উত্তর পাওয়া যায়নি । মাও নামাঙ্কিত পোস্টারকে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ কিছু বলতে নারাজ । তবে জানা গিয়েছে, পোস্টার কারা দিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ ।

কিছু দিন আগেই বিনপুর থানার এড়গোদাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ 6 জন বিজেপি নেতার মাথা চেয়ে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন উদ্ধার হয়েছিল । যদিও বিনপুর থানার পুলিশ জানিয়েছিল, বিষয়টি মাওবাদী সম্পর্কিত নয় । এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.