ETV Bharat / state

Durga Puja 2023: ঝাড়গ্রামের অরণ্য সুন্দরীর বুকে এবার রোমের ভ্যাটিকান সিটি

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 10:35 PM IST

Durga Puja theme 2023
পুজো থিম রোমের ভ্যাটিকান সিটি

Rome Vatican City: আনুমানিক 15 লক্ষ টাকা বাজেটে ঝাড়গ্রামে উঠে আসছে 'ভ্যাটিকান সিটি' ৷ এটাই এবারে পুজোর থিম পূর্বাশা সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৷ খুঁটি পুজো শেষে বুধবার থেকে শুরু হল মণ্ডপ তৈরির কাজ ৷

এবার রোমের ভ্যাটিকান সিটি ঝাড়গ্রামের অরণ্য সুন্দরীর বুকে

ঝাড়গ্রাম, 6 সেপ্টেম্বর: এবার রোমের ভ্যাটিকান সিটির দেখা মিলবে অরণ্য সুন্দরীর শাল জঙ্গলের বুকে । তার জন্য কেবলমাত্র সময়ের অপেক্ষা । ঝাড়গ্রাম শহরের পূর্বাশা সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম এ বছর রোমের ভ্যাটিকান সিটি । সেই আদলেই তৈরি হতে চলেছে তাদের পুজো মণ্ডপ ৷ আর এই ভ্যাটিকান সিটি নির্মাণের প্রস্তুতির প্রথম পর্যায়ে শুরু হয়ে গেল বুধবার সকালে । সাড়ম্বরে খুঁটি পুজোর মধ্য দিয়ে ভ্যাটিকান সিটি নির্মাণের কাজ শুরু করলেন পুজোর উদ্যোক্তারা । এই বছর পূর্বাশা সর্বজনীন কমিটির দুর্গাপুজো 41 বছরে পদার্পণ করছে । পুজোর বাজেট আনুমানিক 15 লক্ষ টাকা ।

পুজোর উদ্যোক্তারা জানান, মহালয়ার দিন সেবায়তনে অবস্থিত মূখ ও বধির স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা । ঝাড়গ্রাম শহরের দুর্গাপুজোগুলির মধ্যে বিশেষ নাম ডাক রয়েছে পূর্বাশা ক্লাব পরিচালিত পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব কমিটির । প্রতি বছর ভিন্ন ধরনের থিম নিয়ে হাজির হয় এই পুজো কমিটি ৷ ঠাকুরেও থাকে বিশেষ চমক । এই বছর তারা কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে আসছেন ।

পুজো উদ্যোক্তা প্রণব সাউ বলেন,"ঝাড়গ্রাম শহরবাসীর জন্য আমরা এ বছর বিশেষ চমক নিয়ে এসেছি । বিশ্বের পবিত্র শহর রোমের ভ্যাটিকান সিটি আদলে আমাদের পুজো মণ্ডপ হচ্ছে । এবার আমাদের 41 বছরে পদার্পণ করেছে পুজো । বাজেট রয়েছে 15 লক্ষ টাকা । পুজোর পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার সমাজসেবামূলক কাজও করে থাকি ৷"

আরও পড়ুন: থিম বদলে গেল চন্দ্রযানে, ইসরোর ইতিহাসে মজেছে চিত্তরঞ্জনের সিমজুরি সর্বজনীন

অন্যদিকে, ঝাড়গ্রামের রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোও হয় এ দিন । এই বছর রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো 74 বছর পদার্পণ করছে । ডোকরা-সহ হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পের ছোঁয়ায় মণ্ডপ তৈরি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা । এ বছর তাদের পুজোর বাজেট রয়েছে আনুমানিক 7 লক্ষ টাকা । পুজোর উদ্যোক্তা মধুসূদন কর্মকার বলেন, "ডোকরা ও হারিয়ে যাবার শিল্পকে আমরা মণ্ডপে ফুটিয়ে তুলতে চলেছি । আরও বিশেষ চমক রয়েছে যা এখন প্রকাশ করছি না । দর্শনার্থীদের জন্য তা বিশেষ চমক হিসেবেই রাখা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.