ETV Bharat / state

ছিনতাই হওয়া টাকা উদ্ধার করলেন এক সিভিক ভলেন্টিয়ার

author img

By

Published : Oct 12, 2020, 7:39 PM IST

Jhargram police
Jhargram police

ব্যাংক থেকে টাকা তুলে একটি অটোতে করে বাড়ি ফিরছিলেন চুনারাম । অভিযোগ, ঠিক সেই সময় ঝাড়গ্রাম শহরের কলেজ মডেল ট্রাফিক সিগনালে অটো দাঁড়াতেই এক সাইকেল আরোহী পিছন দিক থেকে এসে তাঁর এর হাত থেকে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় ।

ঝাড়গ্রাম, 12 অক্টোবর : বাংলা আবাস যোজনার টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফেরার পথে দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলো ঝাড়গ্রাম শহরের বুকে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে ঢোকে । সেই টাকা তোলার জন্য ঝাড়গ্রামের কাজলা গ্রামের বাসিন্দা চুনারাম মান্ডি শহরের ব্যাংকে আসেন । ব্যাংক থেকে টাকা তুলে একটি অটোতে করে বাড়ি ফিরছিলেন চুনারাম । অভিযোগ, ঠিক সেই সময় ঝাড়গ্রাম শহরের কলেজ মডেল ট্রাফিক সিগনালে অটো দাঁড়াতেই এক সাইকেল আরোহী পিছন দিক থেকে এসে তাঁর এর হাত থেকে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় । ব্যাগটি আচমকা টানার ফলে চুনারাম অটো থেকে রাস্তায় পড়ে যায় । এরপরেই চিৎকার শুরু করেন তিনি ।তাঁর চিৎকার শুনে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারা ছুটে আসেন । এরপরেই প্রশান্ত দাস নামে ট্রাফিক পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার মোটর সাইকেল নিয়ে ওই চোরের পিছনে ধাওয়া করে । কিছুটা যাওয়ার পরে মোটরসাইকেল থেকে সোজা সাইকেল এর উপরে ঝাঁপ মারেন ওই সিভিক ভলেন্টিয়ার । এরপরেই সাইকেল ও টাকার ব্যাগ ফেলে চম্পট দেয় ওই যুবক । তবে, কিছুদূর পালানোর পরই ওই যুবককে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা ।

এ বিষয়ে ওই সিভিক ভলেন্টিয়ার প্রশান্ত দাস বলেন, " সিগনালে আমরা ডিউটি করছিলাম সেই সময় । হঠাৎ করে এক ব্যক্তি অটো থেকে পড়ে যায় । জানতে পারি তাঁর টাকার ব্যাগটি নিয়ে কেউ পালাচ্ছে । আমি একটি মোটর সাইকেল আরোহীর সাহায্য নিয়ে ওই চোরটির পিছু করি । তারপরে কিছুটা দুরে ধরে ফেলি, চোর তার সাইকেল ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায় । "

এদিন চুনারাম মান্ডি প্রথমে ওই সিভিক ভলেন্টিয়ার এবং উপস্থিত সকল পুলিশকর্মীকে ধন্যবাদ জানান । চুনারাম বলেন, " আমার বাড়িতে বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি হচ্ছে । তার দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে ঢুকেছে সেখান থেকে আমি মাত্র 10 হাজার টাকা তুলে এদিন বাড়ি ফিরছিলাম । তার মধ্যে রাস্তায় 100 টাকা খরচ করেছি ব্যাগে 9900 টাকা ছিল । আমি সাধারণ একজন লোক চাষবাস করে জীবন যাপন করি আমার কাছে এই টাকাটা খুবই মূল্যবান ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.