ETV Bharat / state

Elephant Enters Locality: ঘর মে আয়া 'রামলাল'! স্নান খাওয়া সেরে তৃপ্ত হল অতিথি

author img

By

Published : Mar 6, 2023, 4:08 PM IST

গরম পড়তেই ক্লান্ত হয়ে জঙ্গল থেকে বেরিয়ে সটান হাজির গৃহস্থর বাড়িতে (Elephant Welcomed by Locals)। পাম্পের জল খেয়ে স্নান করল জঙ্গলমহলের দাঁতাল ৷ ফের শিরোনামে ঝাড়গ্রাম কি 'রামলাল' ৷

Etv Bharat
Etv Bharat

স্নান খাওয়া সেরে তৃপ্ত হল হাতি

ঝাড়গ্রাম, 6 মার্চ: রবিবারের দুপুরে খাসির মাংস ও ভাত খেতে বসেছিল পুরো পরিবার। তবে পাতে খাসির মাংস পড়ার আগেই দুয়ারের সামনে এসে দাঁড়ায় অতিথি। সেই বাড়িতেই দুপুরে স্নান, খাবার খেয়ে বিশ্রাম সেরে সে ফিরে যায়। অবশ্য অতিথির তাণ্ডবের জেরে ক্ষয়ক্ষতি হয় বাড়ির রেলিংয়ে। গল্পটা ঝাড়গ্রাম কি রামলালের । প্রসঙ্গত, রামলাল ঝাড়গ্রামের একটি হাতি। রবিবার দুপুরে এমনি দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম বনবিভাগের পুকুরিয়ার অরুণডিহি এলাকায়। এই ঘটনায় হতবাক হয়ে যায় পরিবার (Elephant Welcomed by Locals to Fulfill Its Thirst and Hunger)।

তাঁদের কথায়, মার্চ মাসের শুরু হলেও দুপুরের দিকে বেশ গরম পড়ে গিয়েছে। তাই মূলত জল খাওয়ার জন্য রামলাল আসে। এদিন রামলালকে দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ঘড়ির কাঁটায় তখন বাজে দুপুর 1টা। পরিবারের সদস্যদের সঙ্গে খেতে বসবেন সাহেবরাম মুর্মু। রবিবার ছুটির দিনে তাঁর পরিবারের সকলেই বাড়িতে ছিলেন। ঠিক সেই সময় তাঁর বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে আসে রামলাল। খাওয়া রেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে গরমের কথা মাথায় রেখে সাহেবরামবাবু সাবমার্সিবল পাম্প চালিয়ে দেন। বেশকিছুক্ষণ ধরে সেই জলেই স্নান সারে রামলাল। স্নান সেরে এসে ঘরের ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ বিশ্রামও সেরে নেয় ৷

এরপর জল ও গোটা দশেক কলা গাছ খায় রামলাল । পরে যাওয়ার সময় বাড়ির চারপাশে দেওয়া তারের রেলিং ভেঙে জঙ্গলের দিকে চলে যায়। তবে আতঙ্কিত হলেও রামলালের উপর রেগে নেই সাহেবরাম বাবুর পরিবারের সদস্যরা । সাহেবরাম বাবুর কথায়, "রামলাল জঙ্গলমহলের আবেগ । জঙ্গলমহলের মানুষ তাকে ভালোবাসে । কোনও ক্ষতি সে করে না । বাড়িতে এসে স্নান, খাওয়া-দাওয়া করেছে সে । এমন ধরনের ঘটনা আগে কোনওদিন ঘটেনি । তাই ভয় লাগছে রামলাল যদি রাতের অন্ধকারে আসে তাহলে তো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে ।"

আরও পড়ুন: পুকুরে ডুব দিয়ে স্নান সেরে ঝাড়গ্রাম পরিদর্শনে রামলাল

সাহেবরাম বাবুর স্ত্রী জোৎস্না মুর্মু বলেন, "রবিবার ছুটির দিনে পরিবারের সদস্যরা সকলেই বাড়িতে ছিল। হাতি দেখে ছোট মেয়ে আতঙ্কে কান্নাজুড়ে দেয়। তবে গরমে স্নান করায় রামলাল শান্তি পেয়েছে। বাড়ির রেলিংয়ের একপাশ ভেঙে গিয়েছে। ক্ষতিপূরণ পেলে সুবিধা হবে।" স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গত বছর জুলাই মাসে ঝাড়গ্রাম থানার বড় পিপঁড়ি এলাকায় একটি বাড়ির বেড রুমে ঢুকে পড়েছিল হাতি। ওই হাতিটি ঘরের ভিতরে রাখা সমস্ত ধান, চাল, তিল ছাড়াও ভাত, সবজি, আনাজ খেয়ে নিয়েছিল বলে জানা গিয়েছে।

এরপর হাতিটি ঘরের ভিতরে ঢুকে খাটের উপর ঘণ্টাখানেক বিশ্রামও নিয়েছিল। সেই সময় গ্রামের মানুষ বাড়ির চিৎকার, হই হট্টগোল করলেও বিশেষ আমল দেয়নি সে। এমনকি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেও চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। পরে হাতিটির বিশ্রাম নেওয়া শেষ হলে বেডরুম থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে এবার অতিথির বেশে হাতি বাড়িতে আসায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষও।

আরও পড়ুন: হট জা সামনে সে, দরজা ঠেলে হোটেলে ঢুকছে রামলাল...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.