ETV Bharat / state

ঝাড়গ্রামে ভোটের মুখে গন্ডগোলের জেরে মৃত তৃণমূল কর্মী, জখম এক বিজেপি কর্মী

author img

By

Published : Mar 21, 2021, 10:46 PM IST

গালিগালাজকে কেন্দ্র করে ভোটের মুখে ঝাড়গ্রামে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর । ঘটনায় গুরুতর জখম আরও এক বিজেপি কর্মী । ঘটনাটি রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম থানার আগুইবনি গ্রাম পঞ্চায়েতের নেতুরা গ্রামের ঘটে ।

ঝাড়গ্রামে ভোটের মুখে গন্ডগোলের জেরে মৃত তৃণমূল কর্মী, জখম এক বিজেপি কর্মী
ঝাড়গ্রামে ভোটের মুখে গন্ডগোলের জেরে মৃত তৃণমূল কর্মী, জখম এক বিজেপি কর্মী

ঝাড়গ্রাম, 21 মার্চ : গালিগালাজকে কেন্দ্র করে ভোটের মুখে ঝাড়গ্রামে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর । ঘটনায় গুরুতর জখম আরও এক বিজেপি কর্মী । ঘটনাটি রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম থানার আগুইবনি গ্রাম পঞ্চায়েতের নেতুরা গ্রামের ঘটে । জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম দুর্গা সরেন (55) ৷ তাঁর বাড়ি পিন্ডরা গ্রামে এবং আহত বিজেপি কর্মীর নাম তারক সাউ, তাঁর বাড়ি নেতুরায় ।

স্থানীয়দের দাবি, এদিন দুপুরে মৃত তৃণমূল কর্মী দুর্গা সরেন ও তাঁর স্ত্রী ডাক্তার দেখানোর জন্য নেতুরা গিয়েছিলেন । সেই সময় স্থানীয় কিছু বিজেপির লোকজন তাঁদের অকথ্য ভাষায় গালাগালি করেন । ঘটনার জেরে এদিন সন্ধ্যায় নেতুরা বাসস্ট্যান্ডে কিছু তৃণমূল কর্মী ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যের ভাই তারক সাউকে মারধর করে দু’টি হাত ভেঙে দেন । তারককে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরে দুর্গা সরেনকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে আসা হয় । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্গাকে মৃত বলে ঘোষণা করেন । কী কারণে দুর্গার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যেই রাজনীতির উত্তেজনার পারদ ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রামে । ঘটনার জেরে এদিন সন্ধ্যায় নেতুরা গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ঝাড়গ্রামের পুলিশ সুপার । হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।

মৃত তৃণমূল কর্মীর স্ত্রী সাকরো সরেন জানান, এদিন দুপুরে স্বামীর সঙ্গে ডাক্তার দেখানোর জন্য নেতুরা গিয়েছিলের । ফেরার পথে বিজেপির লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে । অপরদিকে আক্রান্ত তারক সাউ-এর দাদা বিজেপির পঞ্চায়েত সদস্য মানিক সাউ বলেন, ‘‘আমার ভাইকে তৃণমূলের লোকজন মারধর করেছে । তার দুটি হাত ভেঙে দিয়েছে । তাকে তীরও মারা হয়েছে ।’’

আরও পড়ুন : গড়বেতায় রাস্তায় বসে তৃণমূল প্রার্থীর হুমকি, ভাইরাল ভিডিয়ো

অগুইবাণী অঞ্চলের অঞ্চল সভাপতি জগদীশ মাহাত বলেন, ‘‘এদিনের ঘটনায় আমাদের কর্মী দুর্গা সরেনের মৃত্যু হয়েছে ।’’ ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.