ETV Bharat / state

শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর প্রধানমন্ত্রী বহিরাগত ? মমতাকে একহাত দিলীপের

author img

By

Published : Mar 25, 2021, 9:58 AM IST

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

বহিরাগত প্রসঙ্গ থেকে বাংলায় বেকারত্ব, মহিলা সুরক্ষাসহ একাধিক বিষয়ে রাজ্যের শাসকদলকে বিঁধলেন দিলীপ ঘোষ ৷

ঝাড়গ্রাম, 25 মার্চ: নির্বাচনী মরসুমে বার বার উঠে আসছে বহিরাগত তত্ত্ব ৷ গতকাল পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে নির্বাচনী প্রচারে এসে ফের বহিরাগত ইশুতে সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ তৃণমূল সুপ্রিমোকে খোঁচা দিয়ে বললেন, " ইলেকশনে জেতার জন্য টিউশন মাস্টার এনেছেন বিহার থেকে ৷ শাহরুখ খানকে মুম্বই থেকে এনে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন ৷ তিনিই আবার প্রধানমন্ত্রীকে, অর্জুন সিংকে, অমিত শাহকে বহিরাগত বলছেন ৷"

বাংলায় বেকারত্বের প্রসঙ্গ থেকে মহিলা সুরক্ষার প্রসঙ্গ উঠে এসেছে তাঁর ভাষণে ৷ তৃণমূলের 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে যেমন মন্তব্য করেন, তেমনি বিজেপির একাধিক কর্মসূচি ও প্রকল্প নিয়ে সাফল্যের খতিয়ান তুলে ধরেন ৷ দিদিকে বলো প্রসঙ্গে দিলীপের মন্তব্য , " দিদিকে ফোন করলে তো পাওয়া যায় না ৷ অন্য কেউ ফোন ধরেন ৷ তারপরও এত কথা বলেন কীভাবে ৷ " পাশাপাশি বিজেপি কর্মীদের উপর হামলার প্রসঙ্গে তিনি কাঠগড়ায় তুলেছেন তৃণমূলকে ৷ নির্বাচন শেষে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন ৷

পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ

জঙ্গলমহলের মানুষদের কাছে তিনি বারবার নির্বাচনী বৈতরণী পার করে দেওয়ার আবেদন জানিয়ে বলেন, " আপনারা জেতালে কাজ করে দেখাবে বিজেপি ৷ উন্নয়ন করে দেখাবে ৷ " গতকাল বিকেলে গোপীবল্লভপুর বাজারে বাইক মিছিল করেন তিনি ৷ পরে 10 কিলোমিটার দূরে শাশড়ায় নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে জনসভায় যোগ দেন ৷

আরও পড়ুন : মমতাকে বারমুডা পরার পরামর্শ দিয়ে বিতর্কে দিলীপ, প্রতিবাদে টুইট মহুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.