ETV Bharat / state

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভার আগে 14 দফা দাবি BJP সাংসদের

author img

By

Published : Oct 5, 2020, 10:42 PM IST

ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম

কেন আয়ুষ্মান ভারত যোজনা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের ? লোধা, শবর, মুন্ডা সহ অন্য সম্প্রদায়ের মানুষকে কেন্দ্রীয় সরকারের রেশন থেকে বঞ্চিত রাখা হয়েছে ? এমনই মোট 14 দফা দাবি নিয়ে সরব হন BJP সাংসদ কুণার হেমব্রম ৷

ঝাড়গ্রাম 5 অক্টোবর : মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের ঠিক একদিন আগেই 14 দফা দাবিতে সরব হলেন ঝাড়গ্রামের BJP সাংসদ কুণার হেমব্রম। সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়গুলিতে এখনও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়নি কেন? কলেজগুলিতে সাঁওতালি মাধ্যমের অধ্যাপক ও পাঠ্যপুস্তক নেই কেন? সাঁওতালি পাঠ্যপুস্তক সরবরাহ না করে আদিবাসীদের ধামসা মাদল দিয়ে কতদিন ভুলিয়ে রাখা হবে? এমন একাধিক প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ছুড়ে দেন তিনি ৷

জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল সন্ধেয় ঝাড়গ্রামে এসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর । তার পর দিন অর্থাৎ বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করার কথা । মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম সফরের আসার ঠিক একদিন আগেই 14 দফা দাবি নিয়ে সরব হলেন ঝাড়গ্রামের BJP সাংসদ কুণার হেমব্রম । সোমবার BJP-র ঝাড়গ্রাম জেলা পার্টি অফিসে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি যে প্রশ্নগুলি তোলেন তা হল, সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়গুলিতে এখনও বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়নি কেন ? কলেজগুলোতে সাঁওতালি মাধ্যমের অধ্যাপক ও পাঠ্যপুস্তক নেই কেন? সাঁওতালি পাঠ্যপুস্তক সরবরাহ না করে আদিবাসীদের ধামসা মাদল দিয়ে কতদিন ভুলিয়ে রাখবেন ? কেন আয়ুষ্মান ভারত যোজনা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের ? লোধা, শবর, মুণ্ডা সহ অন্য সম্প্রদায়ের মানুষকে কেন্দ্র সরকারের রেশন থেকে বঞ্চিত রাখা হয়েছে, এমনই মোট 14 দফা দাবি নিয়ে সরব হন তিনি ।

প্রায় দেড় বছর পর ঝাড়গ্রামে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবার ঝাড়গ্রাম এলে ঝাড়গ্রামে সভা করার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দোপাধ্যায়। এবারে কোরোনা পরিস্থিতির জেরে কিছুটা বদল এসেছে । সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনিক বৈঠক করার জন্য তেমন বড় বৈঠক ঘর না থাকার কারণে ঝাড়গ্রাম স্টেডিয়ামের মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে প্রশাসনিক বৈঠকের জন্য । জেলা প্রশাসন সূত্রে খবর, প্রশাসনিক বৈঠক কেবলমাত্র ঝাড়গ্রাম জেলার 57 জন উপস্থিত থাকবে । ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কয়েকজন আধিকারিক , ঝাড়গ্রাম জেলার তিন জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ, দুই মেন্টর, পৌরসভার 2 জন সদস্য , জেলার মোট আটটি ব্লকের আট জন BDO ও আটটি পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিত থাকার কথা রয়েছে । এছাড়াও ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ৷ নতুন পুলিশ লাইনে উপস্থিত থাকবেন SDPO সহ পুলিশের সমস্ত থানার IC ও OC-রা ।

আজ সকাল থেকেই প্রশাসনিক বৈঠকের জন্য ঝাড়গ্রাম স্টেডিয়ামে জোরকদমে চলছে বৈঠক ঘর তৈরির কাজ । এদিন পুরাতন ঝাড়গ্রাম এলাকার সত্যবানপল্লিতে হেলিকপ্টারের মহড়া হয়। ঝাড়গ্রাম স্টেডিয়াম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক মুখ্য উপদেষ্টা বিবেক সহায় সহ ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.