ETV Bharat / state

Governor in Jalpaiguri: 46 বছর পর ! প্রথম কর্মক্ষেত্রে ফিরে আপ্লুত রাজ্যপাল

author img

By

Published : Feb 3, 2023, 10:12 PM IST

WB Governor CV Ananda Bose feels nostalgic in his Jalpaiguri Visit
খোশ মেজাজে

শুক্রবার জলপাইগুড়িতে দিনভর সময় কাটান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor in Jalpaiguri) ৷ কী ছিল সফরসূচি ?

আবেগে ভাসলেন রাজ্যপাল

জলপাইগুড়ি, 3 ফেব্রুয়ারি: জলপাইগুড়ি শহরে এসে নস্ট্যালজিক হয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor in Jalpaiguri) ! জলপাইগুড়ির ক্লাব রোডে অবস্থিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চেই 46 বছর আগে চাকরি করতেন তিনি ৷ সেটি ছিল তাঁর কর্মজীবনের শুরু ! এত বছর পর পুরনো কাজের জায়গায় ফিরে, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত রাজ্যপাল ৷ পাশাপাশি, এদিন শহরের মিশনারিজ অফ চ্যারিটির স্নেহা ভবনের আবাসিকদের সঙ্গেও সময় কাটান তিনি ৷

শুক্রবার নিজের পুরনো কাজের জায়গায় এসে রাজ্যপাল বলেন, "আজ আমি খুব আনন্দিত ও উচ্ছ্বসিত ৷ আজ আমি নস্ট্যালজিক হয়ে পড়ছি ৷ আমি আমার কর্মজীবন এখান থেকেই শুরু করেছিলাম ৷ এই স্টেট ব্যাংকেই আমি কাজ করতাম ৷ আমি এখান থেকে অনেক কিছু শিখেছি ৷ সেই সময় যিনি আমার চিফ ম্য়ানেজার ছিলেন, তাঁর নাম অশোক রায়চৌধুরী ৷ তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন ৷ আজ আমি ফের বাংলায় এসেছি ৷ বাংলার মানুষের প্রতি আমি আমার সমস্ত কর্তব্য পালনের চেষ্টা করব ৷"

আরও পড়ুন: জলপাইগুড়িতে প্রাক্তন সহকর্মীর বাড়িতে গিয়ে আবেগে ভাসলেন রাজ্যপাল

এদিন রাজ্যপাল প্রথমে জলপাইগুড়ির অসম মোড়ে অবস্থিত মিশনারিজ অফ চ্যারিটি পরিচালিত স্নেহা ভবনে আসেন ৷ এখানে প্রায় 40 মিনিট ছিলেন তিনি ৷ স্নেহা ভবনের আবাসিকদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের হাতে তুলে দেন নানা উপহার ৷ সূত্রের খবর, কলকাতার রাজভবন থেকেই স্নেহা ভবনের আবাসিকদের জন্য উপহার নিয়ে এসেছিলেন রাজ্যপাল ৷ পুরো স্নেহা ভবন ঘুরে দেখেন তিনি ৷ যতক্ষণ রাজ্যপাল এখানে ছিলেন, তাঁকে হাসিখুশি এবং খোশ মেজাজে দেখা গিয়েছে ৷

স্নেহা ভবন থেকে রাজ্যপাল আসেন তাঁর প্রথম কর্মস্থলে ! জলপাইগুড়ি পৌরসভার 8 (আট) নম্বর ওয়ার্ডে অবস্থিত এসবিআইয়ের মেইন ব্রাঞ্চে ৷ এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে চলে যান রাজ্যপাল ৷ এদিন বিকেলেই এনজেপি হয় কোচবিহার যাবেন রাজ্যপাল ৷ শনিবার যোগ দেবেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ৷

প্রসঙ্গত, 1977 সালে জলপাইগুড়ির এই ব্য়াংকে কাজ করতেন সিভি আনন্দ বোস ৷ সেই সময় অবশ্য এই ব্যাংকে মাত্র ছ'মাস কর্মরত ছিলেন তিনি ৷ এদিন রাজ্যপালকে স্বাগত জানাতে জলপাইগুড়ি শহরে আসেন এসবিআইয়ের চিফ জেনারেল ম্যানেজার প্রেম অনুপ সিনহা ৷ উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার বীরেন্দ্র সিং, চিফ ম্যানেজার দীপক সিং-সহ অন্য আধিকারিকরা ৷ তাঁর এদিনের সফরে এসবিআইয়ের মেইন ব্রাঞ্চে হেরিটেজ কর্নারের উদ্বোধন করেন রাজ্যপাল ৷ তাঁর এই সফর উপলক্ষে জলপাইগুড়ি ক্লাব রোডে অবস্থিত এই ব্যাংকের পুরনো ভবনটিকে সাজিয়ে তোলা হয়েছিল ৷ এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা এবং পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত-সহ জেলা পুলিশ ও প্রশাসনের অন্য আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.