ETV Bharat / state

Governor in Jalpaiguri: জলপাইগুড়িতে প্রাক্তন সহকর্মীর বাড়িতে গিয়ে আবেগে ভাসলেন রাজ্যপাল

author img

By

Published : Feb 3, 2023, 3:58 AM IST

জলপাইগুড়িতে প্রাক্তন সহকর্মীর বাড়িতে গিয়ে আপ্লুত রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor in Jalpaiguri)৷ এসবিআই-এর প্রাক্তন কর্মীর হাতে উপহার তুলে দিলেন তিনি ৷

Governor C V Ananda Bose
17651173

প্রাক্তন সহকর্মীর বাড়িতে রাজ্যপাল

জলপাইগুড়ি, 2 ফেব্রুয়ারি: জলপাইগুড়িতে প্রাক্তন সহকর্মীর বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor in Jalpaiguri)। এ দিন আচমকাই ঝটিকা সফরে জলপাইগুড়ি শহরে চলে যান রাজ্যপাল । তাঁকে কাছে পেয়ে আপ্লুত জলপাইগুড়ির মানুষজন ।

প্রাক্তন সহকর্মীর বাড়িতে রাজ্যপাল: জলপাইগুড়ি পৌরসভার 15 নং ওয়ার্ডের কালুসাহেবের মাজার এলাকায় বাড়ি এসবিআই-এর প্রাক্তন কর্মী অশোক রায় চৌধুরীর । তিনি রাজ্যপালের (C V Ananda Bose) এক সময়ের সহকর্মী ছিলেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল তাঁর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে চলে যান । রাজ্যপালের আগমনের খবর পেয়ে সেখানে যান জেলাশাসক মৌমিতা গোদারা, পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো-সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ।

উপহার দিলেন প্রাক্তন সহকর্মীকে: প্রায় 40 মিনিট অশোক রায় চৌধুরীর বাড়িতে সময় কাটান রাজ্যপাল সিভি আনন্দ বোস । সহকর্মীর জন্য উপহার নিয়ে যেতে ভোলেননি রাজ্যপাল । তিনি তাঁর লেখা বই ও মেমেন্টো উপহার দেন সহকর্মীকে। অন্যদিকে, অশোক রায় চৌধুরীও শাল ও অন্যান্য উপহার তুলে দেন রাজ্যপালের হাতে । রাজ্যপালের লেখা বইতে কর্মজীবনের সহকর্মী অশোক রায় চৌধুরীর অবদানের কথা লিখতে ভোলেননি সিভি আনন্দ বোস ।

আরও পড়ুন: পুরনো কর্মস্থলে আসছেন রাজ্যপাল, প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ির ক্লাব রোডের এসবিআই ব্রাঞ্চে

জলপাইগুড়ি এসবিআই-তে কাজ করেছেন রাজ্যপাল: রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমার আজ খুব আনন্দের দিন । কর্মজীবনে ব্যাংকার হিসেবে আমার প্রথম পোস্টিং ছিল বাংলায় । জলপাইগুড়িতে এসবিআই ব্রাঞ্চে পোস্টিং ছিল আমার । আমি আমার মেন্টরের সঙ্গে দেখা করে গেলাম । আমি আজ খুব খুশি । অশোকাবাবু খুব ভালো একজন অফিসার ছিলেন । তিনি আমাকে কাজে গাইড করতেন । এরপর আমি আইএএস হয়ে কাজে যোগ দিই ।"

রাজ্যপাল বাড়িতে আসায় আপ্লুত প্রাক্তন সহকর্মী: এ দিন জলপাইগুড়ির বাসিন্দা অশোক রায় চৌধুরী বলেন, "আমাদের সঙ্গে কাজ করেছেন সিভি আনন্দ বোস । এসবিাই-এর নতুন ভবন তখন উদ্বোধন হয়েছিল । আমার এক সময়ের সহকর্মী তথা আজকের রাজ্যপালের সঙ্গে পুরনো সব কথা হয়েছে ৷ আমাকে উপহার তুলে দিয়েছেন তিনি । আমিও উপহার দিয়েছি তাঁকে । কলকাতা আসার পরেই আমার সঙ্গে রাজ্যপাল যোগাযোগ করেছিলেন । আমার কাছে খুব গর্বের বিষয় । পুরনো সহকর্মী আমার বাড়িতে এলেন । যিনি আজকের রাজপাল । তিনি আগে জলপাইগুড়ির প্রভাত হোটেলে থাকতেন । ছয় মাস আমাদের সঙ্গে কাজ করেছেন তিনি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.