ETV Bharat / state

15 মিনিটের ঝড়ে জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত কয়েকশো বাড়ি

author img

By

Published : Apr 10, 2020, 5:46 PM IST

Jalpaiguri Storm
জলপাইগুড়ি

বৃহস্পতিবার রাতে ঝড়ের দাপটে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ কয়েকশো বাড়ি ভেঙে পড়েছে ৷

জলপাইগুড়ি , 10 এপ্রিল : 15 মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির একাধিক এলাকা । গতরাতে ঝড়ের দাপটে ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ প্রায় 250টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল লাগোয়া বুধুরাম বনবস্তিতে । এখানে প্রায় 21টি বাড়ি ভেঙে পড়েছে । গীতাঞ্জলি আবাস যোজনার 11টি ঘর পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৷ জানা গেছে , ঝড়ের সময় কোনওরকমে ঘর থেকে বেরিয়ে পাশের প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় নিয়ে বাঁচেন এলাকার বাসিন্দারা ৷

এছাড়া রামসাই এলাকার ফলিভলকা, রামসাই বাজার, কাউয়াগাব , চড়াইমহলবারো হাতি , পানবাড়ি হাসপাতাল পাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় প্রচুর ঘর-বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ।

স্থানীয় বাসিন্দা সঞ্চারি ওঁরাও, বিষ্ণু ওঁরাওরা বলেন , "বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই ৷ এখন কোথায় থাকব সেটাই চিন্তার ।" ময়নাগুড়ির BDO ফিন্টোস শেরপা বলেন, "প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে ।" এদিকে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের তরফেও বনবস্তির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে ।

গতকালের ঝড়-বৃষ্টিতে কোচবিহার 2 নম্বর ব্লকের ছ'টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ একাধিক বাড়ি ভেঙে পড়েছে ৷ ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে একজনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.