ETV Bharat / state

দুর্ঘটনায় মৃত্যু ছেলের, শোকে আত্মঘাতী বাবা

author img

By

Published : Sep 3, 2020, 10:34 PM IST

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কার্জি পাড়ায় একই পরিবারে দুজনের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷ এলাকার এক যুবক বুধবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পথ-দুর্ঘটনায় মারা যান ৷ এই খবর শুনে শোকে আত্মঘাতী হন তাঁর বাবাও ৷

father commits suicide in mourning
দুর্ঘটনায় ছেলের মৃত্যু

জলপাইগুড়ি, 3 সেপ্টেম্বর : পথদুর্ঘটনায় ছেলের মৃত্যু। ছেলের মৃত্যুর খবর পেয়েই শোকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বাবা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের কার্জি পাড়ায়। রাস্তায় স্পিড ব্রেকারের দাবি এবং ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করলেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থানে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ ৷ ঘটনাস্থানে যান বিধায়ক খগেশ্বর রায়ও।

গতকাল রাত 9টা নাগাদ বাড়ির কাজ শেষ করে মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন বিকাশ রায় ও তাঁর বন্ধু জয়ন্ত রায়। বাড়ির কাছেই একটি চা পাতা বোঝাই পিক আপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইককে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থানেই মৃত্যু হয় বিকাশ রায়ের। অন্যদিকে গুরুতর আহত হন বিকাশের বন্ধু জয়ন্ত রায়। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে রাতেই নিজের বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিকাশের বাবা সুনীল রায় ৷

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে আত্মহত্যা করেছে বাবা। আজ রাজগঞ্জের কার্জি পাড়ার স্থানীয় বাসিন্দারা রাস্তায় স্পিডব্রেকার তৈরির দাবিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে। এই ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের BDO। বিধায়কের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নেয়।

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, "সরকারি প্রকল্পের আওতায় এই পরিবারটিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এছাড়াও রাস্তায় স্পিডব্রেকারের ব্যবস্থা করার কথা পুলিশকে বলা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.