ETV Bharat / state

"কেন বঞ্চিত জলপাইগুড়ি?" ট্রেনের স্টপেজ তুলে নেওয়া নিয়ে প্রতিবাদে CPI(M)

author img

By

Published : Sep 7, 2020, 4:19 PM IST

ছবি
ছবি

তিস্তা তোর্সা ও পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে নেওয়ার প্রতিবাদে আন্দোলনে CPI(M)-এর জলপাইগুড়ির নেতৃত্ব । তাদের কথায়, জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে । তাহলে কেন এই বঞ্চনার শিকার হচ্ছে এই জেলা ?

জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর : জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়া হবে । খবর রটে যেতেই রেলের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কবাদী) সদর পশ্চিম এরিয়া কমিটি ।

গতকাল জলপাইগুড়ি রোড স্টেশনের সুপারিন্টেনডেন্টের মাধ্যমে আলিপুরদুয়ারের ডিভিশনাল ম্যানেজারে কাছে স্মারকলিপি পেশ করা হয় । পার্টির এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন, "অনেক লড়াইয়ে ফলে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে । যা জলপাইগুড়ি শহর হয়ে হলদিবাড়ি যায়, এটি নাকি তুলে দেওয়া হবে । এমনকি কলকাতা গামী পদাতিক এক্সপ্রেসের স্টপেজও নাকি থাকবে না জলপাইগুড়ি রোড স্টেশনে । রেলওয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি । এই জেলার বাসিন্দা হয়ে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না । জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে । তাহলে কেন এই বঞ্চনার শিকার হচ্ছে এই জেলা ?"

সুদীপ চক্রবর্তী আরও বলেন, "আমরা জলপাইগুড়ি রোড স্টেশনে রাজধানী এক্সপ্রেসের স্টপেজের দাবি জানাচ্ছি । বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও অনেক দূরপাল্লায় ট্রেনের স্টপেজ নেই এই জেলায় । ফলে যে সমস্ত ট্রেনের স্টপেজ জলপাইগুড়ি টাউন ও রোড স্টেশনে আছে তা বহাল রাখা দাবি আমরা জানাচ্ছি ।"

গতকাল ডেঙ্গুয়াঝাড় বাজার থেকে মিছিল করে রোড স্টেশনে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয় । উপস্থিত ছিলেন CPI(M) নেতা তপন গঙ্গোপাধ্যায়, আজম আলি আব্বাস ,কৃষ্ণ সেন, প্রফুল্ল লাকড়া, শুভাশিস সরকার, সৌমিক ভৌমিক, উত্তম সোম-সহ জেলা CPI(M)-এর অন্যান্য নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.