ETV Bharat / state

Soham Charged Dev Escapes: অজগর কাণ্ডে কাঠগড়ায় সোহম ! সাপের ভয়ই কি বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখল দেবকে ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 7:51 PM IST

Updated : Sep 15, 2023, 10:48 PM IST

Soham Charged Dev Escapes
সোহম চক্রবর্তী ও দেব

Soham in Python Controversy: উত্তরবঙ্গে অজগর কাণ্ডে বন্যপ্রাণপ্রেমীদের চোখে কাঠগড়ায় সোহম চক্রবর্তী ৷ তবে বিতর্ক থেকে দূরে রয়েছেন দেব ৷ কীভাবে ?

অজগর কাণ্ডে কাঠগড়ায় সোহম !

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর: উত্তরবঙ্গে অজগরকাণ্ডে বেজায় ফাঁপড়ে পড়েছেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী ৷ বিরাট অজগরের সঙ্গে ছবি পোস্ট করে তিনি পরিবেশকর্মীদের চক্ষুশূল হয়েছেন ৷ ফ্রেমে না থাকলেও, সেই সময় সামনে থেকে সেই দৃশ্য চাক্ষুস করেছেন তাঁর সহকর্মী অভিনেতা-সাংসদ দেবও ৷ তবে অজগর-বিতর্কের আঁচ তাঁর গায়ে সে ভাবে পড়েনি ৷ কারণটা কী ?

সাপের ভয়ই কি বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখল দেবকে ! অজগরের কাছে এসে ছবি না তুলে হাফ ছেড়ে বেঁচেছেন দেব । এ দিকে, অজগর সাপ নিয়ে 'আবেগের বশে' ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন সোহম চক্রবর্তী । তবে সহকর্মী দেবের হয়ে সাফাই গেয়ে তিনি বলেছেন, "দেবের নাম জড়ানো ঠিক নয়, কারণ তিনি পুরোটাই ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখেছিলেন ৷" তবে সোহমের সামনে রিসর্টের নিরাপত্তা রক্ষীর অজগরের উপরে দাঁড়ানো ছবির জন্য রোষের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে ৷

ছবির শুটিং-এর জন্য দেব ও সোহম যে রিসর্টে রয়েছেন, তার পাশেই ঢুকে পড়েছিল অজগর ৷ অজগর সাপ দেখেও কাছে আসেননি দেব । দূর থেকে ছবি ক্যামেরাবন্দি করেছিলেন সাংসদ-অভিনেতা । তবু ব্যালকনি থেকে নীচে নেমে নেমে আসেননি । তাই এ ব্যাপারে তাঁকে কোনও ভাবেই দোষী মানতে নারাজ পরিবেশ কর্মীরা । গতকালই গরুমারার জাতীয় উদ্যানের বনকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বন্যপ্রাণী প্রেমীরা ।

আর এই নিয়ে বিতর্ক দাঁনা বাঁধতেই রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় তদন্তের নির্দেশ দেন । গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যান । বনকর্মী ও রিসর্ট কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি । অজগর বিতর্ক নিয়ে আইন আইনের পথেই চলবে । এ ক্ষেত্রে কারওকে ছাড় দেওয়া হবে না বলে জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

আরও পড়ুন: দেব-সোহমের সামনেই অজগরের ওপর দাঁড়িয়ে ছবি! ধিক্কার বন্যপ্রাণপ্রেমীদের

জলপাইগুড়ি স্পোর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শ্যামাপ্রসাদ পাণ্ডে জানান, "ধুপঝোড়ার কাছে বন্যপ্রাণী উদ্ধার করার পর অভিনেতাদের দেখানোর জন্য তা নিয়ে যাওয়া হয় । অভিনেতা দেব দূর থেকে তার ছবি তুলেছেন । সেটা কোনও অপরাধ বলে মনে করি না । আইনত তাতে কোনও বাধা নেই । কিন্তু সোহম যেটা করেছেন, অজগর সাপটিকে নিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলেছেন । অন্যদিকে, লাল টি-শার্ট পরা এক ব্যক্তি প্রাণীর উপর দাঁড়িয়ে আছেন । সোহম ও লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি কিন্তু 1972 সালের বন্যপ্রাণী আইন অনুযায়ী অপরাধ করেছেন । আমরা বন দফতর ও বনাধিকারিকদের কাছে দাবি রাখছি । যেহেতু তাঁরা অভিনেতা বা নির্বাচিত জনপ্রতিনিধি, তাঁরা যেন আইনের ঊর্ধ্বে না যান । আইনের ঊর্ধ্বে গিয়ে ছাড় না পান । অজগর ধরার যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে অজগরটিকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে । এটা বন্যপ্রাণী প্রোটেকশন অ্যাক্টের বিরোধী । অজগরটির শরীরের উপরে যেভাবে দাঁড়ানো হল তা 1972 সালের ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্টে অপরাধ । অবিলম্বে কড়া পদক্ষেপ করা উচিত । বিধায়ক-অভিনেতা সোহম একজন দায়িত্বশীল নাগরিক ।"

এ দিন সোহম চক্রবর্তী সোশাল মিডিয়ায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন । তিনি লিখেছেন, "আমার একটা পোস্ট নিয়ে কিছু মিডিয়া ও সাধারণ মানুষ না জেনেই বিভিন্ন মন্তব্য করছেন । বনকর্মীরা সাপকে উদ্ধার করে সেই খবর পেয়েই আমি উপর থেকে নেমে আসি । সাপটিকে উদ্ধার করতে সাহায্য করেছি । তাকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না । যিনি সাপের উপর পা দিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি শুটিং কর্মী নন । তাঁকে কালিমালিপ্ত করা ঠিক হচ্ছে না ।" এ কথা বলে সোহমও স্বীকার করে নিলেন যে, সাপের উপর দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি । তবে তিনি সে সময় সেখানে ছিলেন না বলে দাবি করেছেন অভিনেতা ।

উল্লেখ্য, গতকাল গরুমারা জাতীয় উদ্যানের দক্ষিণ ধুপঝোড়া এলাকায় বেসরকারি রিসর্টের পাশে একটি বিরাট অজগর উদ্ধার হয় । গরুমারা জাতীয় উদ্যান থেকে বনকর্মীরা যান অজগর উদ্ধার করতে । সেই রিসর্টেই শুটিং-এর কাজে রয়েছেন অভিনেতা-সাংসদ দেব ও বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী । সাপটিকে উদ্ধার করে রিসর্টে নিয়ে আসা হয় । সেখানে সোহম সাপটিকে ধরে দেখেন । সেই ছবি দূর থেকে ক্যামেরাবন্দি করেন দেব ।নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীরাও ছিলেন সেখানে ৷ সেই ছবি ভাইরাল হয় । এরই মাঝে দেখা যায়, বনকর্মী সাপের মুখটি ধরে রাখলেও এক রিসর্টের নিরাপত্তা রক্ষী সাপটিকে টেনে সোজা করার চেষ্টা করে অজগরের শরীরের উপরে দাঁড়িয়ে ছবি তোলেন । আর তাতেই বিতর্ক দাঁনা বাঁধে ।

Last Updated :Sep 15, 2023, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.