ETV Bharat / state

মাত্র 10 মিনিটের অপারেশনে শরীর থেকে বের হল গাছের ডাল

author img

By

Published : Sep 25, 2020, 2:59 PM IST

Jalpaiguri hospital
Jalpaiguri hospital

মাত্র 10 মিনিটের অপারেশন করেই গাছের ডাল বের করলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক সঞ্জীব রায় । পুরোপুরি সুস্থ আছেন ওই ব্যক্তি ।

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর : গাছের ডাল কাটতে পরে গিয়ে বিপত্তি । শরীরে ঢুকে গিয়েছিল প্রায় পাঁচ ফুটের গাছের ডাল । সফল অস্ত্রোপচার করে গাছের ডাল বের করলেন সঞ্জীব রায় । কোচবিহারের বালাপুখরি গ্রামের ঘটনা । আহত ব্যক্তির নাম সদানন্দ রায় (44) । তাঁর শরীরের অণ্ডকোষের পাশে দিয়ে আস্ত একটা গাছের ডাল ঢুকে বুকে বিঁধে যায় । মাত্র 10 মিনিটের অপারেশন করেই গাছের ডাল বের করলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক সঞ্জীব রায় । পুরোপুরি সুস্থ হয়ে আছেন ওই ব্যক্তি । সুপার স্পেশালিটি হাসপাতালে সফল অস্ত্রোপচারে খুশি হাসপাতালের কর্মী ও ডাক্তাররা ।

সদানন্দ রায়ের আত্মীয় জয়দেব রায় বলেন, " কাকা বাড়ির পশুর খাবারের জন্য কাঁঠাল গাছে উঠে পাতার ডাল কাটছিলেন । হঠাৎই পা পিছলে পরে যান তিনি । তাঁর শরীরে ঢুকে যায় গাছের ডাল । প্রথমে প্রতিবেশীরা তাঁকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যান । সেখানে থেকে কর্তব্যরত ডাক্তার জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করেন । আমরা মেখলিগঞ্জ থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি । এরপর সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন ডাক্তার সঞ্জীব রায়কে । তারপর দশ মিনিটের অস্ত্রোপচার করে গাছের ডাল বের করেন । "

সদর হাসপাতালের ডাক্তার সঞ্জীব রায় বলেন, " গতকাল অন কল পেয়ে ছুটে আসি । দেখি একজন শ্রমিকের অণ্ডকোষের পাশ দিয়ে একটি গাছের ডাক বুকে ঢুকে ঢুকে আছে । প্রায় 5 ফুট গাছের ডালটির অর্ধেক ঢুকে গিয়েছিল । মিনি OT তে নিয়ে গিয়ে গাছের ডালটি বের করা হয় । বর্তমানে রোগী সুস্থ রয়েছেন । প্রাথমিক ভাবে এমন দেখে সবাই ঘাবড়ে গিয়েছিল । কিন্তু, মিনি OT করে গাছের ডাল বের করতে পেরেছি । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.