ETV Bharat / state

Road Blockade: সেনা জওয়ানের মৃত্যুতে উত্তপ্ত বেলাকোবা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Feb 21, 2023, 2:19 PM IST

Protest
পথ দুর্ঘটনা

ট্রাকের ধাক্কায় সেনা জওয়ানের মৃত্যু । পুলিশের গাড়ি ভাঙচুর । টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের (Local people Protest) ৷

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা । মঙ্গলবার সাত সকালে পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন এক সেনা জওয়ান । ঘটনার পরেই এলাকায় বালির ডাম্পার বন্ধ ও রাস্তা চওড়া করার দাবিতে পথ অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা । দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলা এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মুরগির ভিটা গ্রামের যুবক অঞ্জন রায় । তিনি একজন সেনা জওয়ান । বেশ কিছুদিন আগে ছুটিতে বাড়ি এসেছিল তিনি । প্রতিদিনের মতো মঙ্গলবারও শরীরচর্চা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন অঞ্জন । রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা রাজ্য সড়কে বালির ট্রাক ধাক্কা দেয় তাঁকে ৷ ঘটনায় গুরুতর আহত হন অঞ্জন রায় ।

এরপর গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । সেখানেই তাঁর মৃত্যু হয় । মৃত্যুর খবর দাবানলের মত ছড়িয়ে পরে । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসী টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধে করে । গ্রামবাসীদের দাবি, এর আগেই এই রাস্তা দিয়ে ডাম্পার চলার ফলে দুর্ঘটনা ঘটেছে । রাস্তা সরু থাকার ফলে বারবার দুর্ঘটনা ঘটছে । এর আগেও একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এই রাস্তায় । তবুও প্রশাসন সতর্ক হয়নি ৷ কোনও ব্যবস্থা নেয়নি ৷ প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাস্তা চওড়া করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা পূরণ হয়নি ।

স্থানীয় বাসিন্দা কুণাল দে জানান, এই রাস্তাতে বার বার বালির গাড়ির ধাক্কায় মানুষ মারা যাচ্ছে । আজ সেনা জওয়ানের মৃত্যু হল । কাল তাদের সঙ্গে একই ঘটনা ঘটতে পারে । তাই তারা এর একটা স্থায়ী সমাধান চাইছে । এ দিকে দুর্ঘটনার মৃত্যুর পর রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে বেলাকোবা ফাঁড়ি ও রাজগঞ্জ থানার পুলিশ । এলাকাবাসীরা পুলিশকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে । পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে (Protest over death of a Jawan) । এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় শুট আউটে মৃত এক ব্যক্তি, আটক এক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.