ETV Bharat / state

Valentine's Day 2023: ভালোবাসার নিদর্শন ! গড়ে তুললেন স্ত্রী'র মূর্তি-সহ শিবালয়

author img

By

Published : Feb 14, 2023, 7:53 PM IST

Updated : Feb 14, 2023, 8:57 PM IST

Valentines Day
স্ত্রী স্বাতীর মূর্তি

স্ত্রী'র স্মৃতিতে মন্দির গড়লেন জলপাইগুড়ির সুনীল সাহা ৷ সেখানে রয়েছে স্ত্রী স্বাতীর মূর্তি ৷ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও এখনও তাঁর স্মৃতিকে সঙ্গে নিয়ে বাঁচছেন সুনীল ৷ তাঁর মতে ভালোবাসা তো একবারই হয় ৷ আর ভালোবাসার জন্য কোনও বিশেষ দিনের দরকার নেই ৷ স্বাতী ছিলেন তার খারাপ থেকে ভালো সময়ের সঙ্গী ৷

ভালোবাসার নিদর্শন স্ত্রীর মূর্তি-সহ শিবালয়

জলপাইগুড়ি, 14 ফেব্রুয়ারি: 'সখি ভালোবাসা কারে কয়...' ৷ সময় বদলেছে, বদলেছে ভালোবাসা ব্যক্ত করার ধরন ৷ কেউ ফুল দিয়ে তো, কেউ উপহার ৷ আবার কেউ প্রতিশ্রুতি দিয়ে ভালোবাসা বোঝায় ৷ ছিল এক যুগে শাহজাহান, যিনি স্ত্রীকে ভালোবেসে গড়েছিলেন তাজমহল ৷ আর এ যুগে সেই শাহজাহানের দেখা হয়তো খুব একটা মেলে না ৷ তবে দেখা মেলে সুনীল সাহার মতো মানুষের ৷ যিনি তাজমহল না-গড়লেও, স্ত্রীকে ভালোবেসে গড়ে তুলেছেন তাঁর মূর্তি-সহ মন্দির ৷ স্ত্রী স্বাতী ছিলেন শিবভক্ত ৷ তাই সুনীল জলপাইগুড়ির অসম মোড়ে স্ত্রী'র নামেই বানিয়েছেন স্বাতী শিবালয় ৷ স্বাতীকে সারাজীবন মনে রাখার জন্য এই উদ্যোগ তাঁর ৷

পাহাড়ি পাড়ার বাসিন্দা সুনীল সাহা । তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন জলপাইগুড়িরই মেয়ে স্বাতীকে । কিন্তু 2007 সালের 11 জানুয়ারি ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান স্বাতী । এক পুত্র সায়ন্তন ও কন্যা স্নেহা রয়েছেন । ভালোবেসে বিয়ে করায় সে সময় স্বাতীর বাপের বাড়ি থেকে নুন্যতম সাহায্য পাননি । সুনিল সাহা জানান, অত্যন্ত গরীব ছিলেন তখন তিনি ৷ গরীব পরিবারে বিয়ে হওয়ায় কারণে প্রচুর মানুষের কাছে তাচ্ছিল্যের শিকার হয়েছিলেন স্বাতী । কিন্তু সেসময় তবুও সুনীলের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন স্বাতী । তাঁর জন্যই ফুলে ফেঁপে উঠেছে সুনীলের সংসার ৷ ব্যবসায় উন্নতি হয়েছে । অভাবের সংসারের নুন আনতে পান্তা ফুরনো অবস্থা থেকে আজ প্রতিষ্ঠিত সুনীল ৷ তাঁর প্রভাব প্রতিপত্তি সবই বেড়েছে ৷ নেই শুধু স্বাতী । তবে রয়েছে তাঁদের ভালোবাসা ৷ তাকে আকড়ে ঘরেই বেঁচে রয়েছে সুনীল সাহা ৷

Jalpaiguri man makes an idol of his wife
স্ত্রীর স্মৃতিতে মন্দির গড়লেন জলপাইগুড়ির সুনীল সাহা

তিনি বলেন, "স্বাতী যেভাবে আমার পাশে থেকে আমাকে ভরসা যুগিয়েছিল, সেটা ভোলার নয় । তাঁকে বিয়ে করার পরেই আমার ব্যবসা বাণিজ্য সব বেড়েছে । আমাকে সুপরামর্শ দেওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়, আমার জীবনে স্বাতীর ভূমিকা ছিল অনেক ৷ স্বাতীকে খুব ভালোবাসতাম আমি ৷ কিন্তু হঠাৎ করে এইভাবে চলে যাবে ভাবতে পারিনি । তাই স্বাতীকে সারাজীবন মনে রাখার জন্য মূর্তি বানিয়ে এনেছি জয়পুর থেকে । স্বাতী শিবের ভক্ত ছিলেন, তাই তার নামে স্বাতী শিবালয় তৈরি করেছি ।"

সুনীল মনে করেন, ভালোবাসার জন্য বিশেষ কোন দিন হতে পারে না । ভালোবাসা বোঝানো উচিত প্রতিদিনই । সুনীল জানান, তাঁর কাছে ভালোবাসার জন্য প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে । তিনি বলেন, "আজকাল যা দেখি, তা আর ভালোবাসা কোথায় । ভালোবাসা একবারই হয় । আমার মনে স্বাতী সারাজীবন থাকবে । কেবলমাত্র প্রেমিককে বা প্রেমিকাকে একটা গোলাপ ফুল দিয়ে রেস্তোরাঁয় গিয়ে খেলেই ভালোবাসা হয় না ।"

আরও পড়ুন: এই ভ্যালেন্টাইনস ডে'তে সঙ্গীকে কী দেবেন ভাবছেন ? রইল উপহারের সম্ভার

Last Updated :Feb 14, 2023, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.