ETV Bharat / state

রেললাইনে ফাটল, অল্পের জন্য এড়াল দুর্ঘটনা

author img

By

Published : Jul 13, 2020, 5:33 AM IST

ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ধূপগুড়ি স্টেশনে দাঁড়িয়ে ছিল দিল্লিগামী ডাউন ব্রহ্মপুত্র মেইল ৷

Crack in railway tracks
ফাইল ছবি

ধূপগুড়ি, 13 জুলাই : রেললাইনে ফাটল ৷ কিছুসময় পরই ওই লাইনের উপর দিয়েই যাওয়ার কথা ছিল মেইল ট্রেনের ৷ বিপদের আশঙ্কায় স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হল দিল্লিগামী ডাউন ব্রহ্মপুত্র মেইল । অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা ৷ আলতাগ্রাম রেলস্টেশন এলাকার ঘটনা ।

রেলস্টেশন সংলগ্ন একটি ফুট ওভারব্রিজের কাছেই ফাটল ধরা পড়ে ৷ কিছুসময় আগেই একটি মালগাড়ি এলাকা ছাড়ার সময় বিকট শব্দের জেরে বাড়ি থেকে বেরিয়ে আসে স্থানীয় শাহ আলম ৷ ফাটলটি প্রথম তাঁরই নজরে আসে ৷ সঙ্গে সঙ্গে স্টেশনে খবর পাঠান ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন রেলের আধিকারিক ও কর্মীরা । ওই লাইন দিয়েই যাওয়ার কথা ছিল দিল্লিগামী ডাউন ব্রহ্মপুত্র মেইলের ৷ ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি ৷

ধীরগতিতে পাস করছে দিল্লিগামী ডাউন ব্রহ্মপুত্র মেইল

ফাটল সাময়িকভাবে মেরামত করার পর ফের চালু হয় ট্রেন ৷ ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে ছিল ডাউন ব্রহ্মপুত্র মেইল ৷ তবে এই ফাটলের অংশটুকু পার করার সময় অতি সন্তর্পনে ও গতি নিয়ন্ত্রণ করে ট্রেনটি পাস করানো হয় ৷ জানা গেছে, রেল লাইনের জয়েন্ট ভেঙেই এই বিপত্তি ৷

ধূপগুড়ি রেলস্টেশন সুপার অরবিন্দ রায় জানান, "স্টেশনের কাছেই মেইন লাইনে একটি সংযোগ খুলে যায় । রাত 9.33 টা নাগাদ খবর আসলে ব্রহ্মপুত্র মেইলকে ধূপগুড়ি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় । এরপর লাইন সাময়িক মেরামত করে ধীরগতিতে চালানো হয় ।" তবে বেশি ট্রেন চললে বিপদের সম্ভাবনা ছিল বলে তিনি স্বীকার করেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.