ETV Bharat / state

Matua Protest: গুরুচাঁদ নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধে মতুয়ারা

author img

By

Published : Feb 15, 2023, 3:38 PM IST

Etv Bharat
মুখ্যমন্ত্রীর গুরুচাঁদ মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ মতুয়াদের

মতুয়া বিক্ষোভে অবরুদ্ধ জলপাইগুড়ির ময়নাগুড়ি দোমোহনি মোড়ে 31 নং জাতীয় সড়ক ৷ প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার দাবি মতুয়াদের (Mamata Banerjee Comments on Guru Chand)৷

মুখ্যমন্ত্রীর গুরুচাঁদ মন্তব্যের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ মতুয়াদের

জলপাইগুড়ি, 15 ফেব্রুয়ারি: মতুয়াদের আরাধ্য দেবতার নাম 'স্লিপ অফ টাং' হয়ে 'গুরুচাঁদ' এর জায়গায় হয়ে গিয়েছিল 'গরুচাঁদ' ৷ সেই নিয়েই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার জন্য পথে নামে মতুয়ারা ৷ দিকে দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা (Matua Blocked National Highway)৷ প্রকাশ্যে ক্ষমা না-চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন । বুধবার মতুয়াদের এই অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ময়নাগুড়ি দোমোহনি মোড়ে 31 নং জাতীয় সড়ক । খবর পেয়ে ময়নাগুড়ি থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

ময়নাগুড়ি দোমোহনি মোড়ে ক্ষিরোদশায়ী হরিচাঁদ মন্দির থেকে মতুয়া ধর্ম সম্মেলনের আয়োজন করা হয় । এদিন মন্দির থেকে মিছিল করে মতুয়ারা 31 নং জাতীয় সড়কে উঠে যায় । দীর্ঘক্ষণ ময়নাগুড়ি থেকে শিলিগুড়িগামী 31 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়া ধর্মালম্বীরা । যার ফলে যানজটের সৃষ্টি হয় । মহাসড়কের ফোর লেনের রাস্তায় বসে পড়েন মতুয়ারা । তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে । প্রকাশ্যে ক্ষমা না চাইলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন । এদিন তিস্তা সেতুর সামনে দোমোহনি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে সার্ভিস রোড দিয়ে দোমোহনি আন্ডারপাসের নিচে গিয়ে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন । দোমোহনি হয়ে ময়নাগুড়ি মালবাজারগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়ারা ময়নাগুড়ি ব্লকের দোমোহনিতে আসেন । মঙ্গলবার থেকেই ময়নাগুড়ি দোমোহনি মোড়ে ক্ষিরোদশায়ী হরিচাঁদ মন্দির থেকে মতুয়া ধর্মসম্মেলন চলছে । আন্দোলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সমাজের মানুষজন একত্রিত হন ।

Jalpaiguri
মতুয়াদের অবরোধের জেরে স্তব্ধ যান চলাচল


এদিন সারা ভারত মহাসংঘের জলপাইগুড়ি জেলা সম্পাদক নন্দলাল বিশ্বাস বলেন, "মতুয়াদের আরাধ্য দেবতা গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন । তা মতুয়াদের ভাবাবেগে আঘাত করেছে । অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা ৷ যারা ভোটের সময় তাঁর হাত শক্ত করেন । সেই মতুয়ারাই পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে দেবে ৷"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, মতুয়াদের দাবিতে উত্তাল উত্তর 24 পরগনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.