ETV Bharat / state

Matua Protest in North 24 Parganas: মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, মতুয়াদের দাবিতে উত্তাল উত্তর 24 পরগনা

মতুয়া সংঘের সদস্যদের প্রতিবাদে অবরুদ্ধ হয়ে পড়ল 35 নম্বর জাতীয় সড়ক ৷ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে উত্তর 24 পরগনায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল মতুয়ারা (Matua Protest in North 24 Parganas) ৷

Matua Protest
মতুয়া
author img

By

Published : Feb 6, 2023, 3:35 PM IST

মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে মতুয়াদের বিক্ষোভ

উত্তর 24 পরগনা, 6 ফেব্রুয়ারি: মালদার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) 'স্লিপ অফ টাং'য়ের জেরে উত্তাল মতুয়া সমাজ (Matua) ৷ বিভিন্ন জেলায় পথে নেমেছে তারা ৷ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এবার এই দাবিতে সোমবার বামনগাছি চৌমাথা 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল অল ইন্ডিয়া মতুয়া সংঘের সদস্যরা ৷ এদিন হাতে ডঙ্কা, কাশি-সহ নিশান নিয়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখাতে থাকেন হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা (Matua Protest Over CM Slip Of Tongue) ।

অবিলম্বে মুখ্যমন্ত্রী যদি ঠাকুরবাড়িতে গিয়ে ক্ষমা না চান তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। এই প্রতিবাদ মিছিলকে ঘিরে চৌমাথা এলাকায় দত্তপুকুর থানা ও বামনগাছি পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয় । মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এদিন অশোকনগরেও বিক্ষোভ মিছিল করা হল । অশোকনগর বিল্ডিং মোড় এলাকায় মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে এদিন । মিছিল গিয়ে শেষ হয় মানিকতলা পেট্রোল পাম্প মাঠ পর্যন্ত। কাতারে কাতারে মানুষের ঢল নামে বিক্ষোভ মিছিলে।

মতুয়া সংঘের সদস্য মিতালি বিশ্বাস বলেন, "আমাদের ধর্মরগুরুর যে অপমান হয়েছে তা আমরা মেনে নেব না ৷ মুখ্যমন্ত্রী যে কথা বলেছে আমরা সহ্য করতে পারবো না ৷ তাই তার প্রতিবাদে আমরা পথে নেমেছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই করেছি, ওই করেছি, কিন্তু তিনি আমাদের জন্য কিছুই করেননি ৷" অপর এক সদস্য অনির্বাণ হালদার বলেন, "মুখ্যমন্ত্রী এখনও স্লিপ অফ টাং'য়ের জন্য ক্ষমা চাননি ৷ তাঁকে ভালো করে মতুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে ৷ ভোট রাজনীতি মিটে যাওয়ার পর তাঁর মতুয়াদের প্রতি ঘৃণা প্রকাশ্যে আসছে ৷ আর সেই ঘৃণার প্রতিফলন হচ্ছে বারবার তাঁর কথায় ৷ মুখ্যমন্ত্রী যতদিন না ক্ষমা চাইবেন আমাদের আন্দোলন চলবে ৷"

প্রসঙ্গত, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার একটি প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম স্লিপ অফ টাং হয়ে যায় ৷ নাম ভুল উচ্চারণ করায় ক্ষোভ জন্মায় মতুয়া মহলে। আর তার জেরেই বেশ কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি থেকে মতুয়া সমাজ । সরব হয় বিরোধী শিবির ৷ মতুয়াদের মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তোপ দাগেন ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, 'গরুচাঁদ' বিতর্কে দাবি মতুয়াদের

মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে মতুয়াদের বিক্ষোভ

উত্তর 24 পরগনা, 6 ফেব্রুয়ারি: মালদার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) 'স্লিপ অফ টাং'য়ের জেরে উত্তাল মতুয়া সমাজ (Matua) ৷ বিভিন্ন জেলায় পথে নেমেছে তারা ৷ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এবার এই দাবিতে সোমবার বামনগাছি চৌমাথা 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল অল ইন্ডিয়া মতুয়া সংঘের সদস্যরা ৷ এদিন হাতে ডঙ্কা, কাশি-সহ নিশান নিয়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখাতে থাকেন হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা (Matua Protest Over CM Slip Of Tongue) ।

অবিলম্বে মুখ্যমন্ত্রী যদি ঠাকুরবাড়িতে গিয়ে ক্ষমা না চান তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। এই প্রতিবাদ মিছিলকে ঘিরে চৌমাথা এলাকায় দত্তপুকুর থানা ও বামনগাছি পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয় । মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এদিন অশোকনগরেও বিক্ষোভ মিছিল করা হল । অশোকনগর বিল্ডিং মোড় এলাকায় মতুয়া সম্প্রদায়ের বেশ কিছু মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে এদিন । মিছিল গিয়ে শেষ হয় মানিকতলা পেট্রোল পাম্প মাঠ পর্যন্ত। কাতারে কাতারে মানুষের ঢল নামে বিক্ষোভ মিছিলে।

মতুয়া সংঘের সদস্য মিতালি বিশ্বাস বলেন, "আমাদের ধর্মরগুরুর যে অপমান হয়েছে তা আমরা মেনে নেব না ৷ মুখ্যমন্ত্রী যে কথা বলেছে আমরা সহ্য করতে পারবো না ৷ তাই তার প্রতিবাদে আমরা পথে নেমেছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই করেছি, ওই করেছি, কিন্তু তিনি আমাদের জন্য কিছুই করেননি ৷" অপর এক সদস্য অনির্বাণ হালদার বলেন, "মুখ্যমন্ত্রী এখনও স্লিপ অফ টাং'য়ের জন্য ক্ষমা চাননি ৷ তাঁকে ভালো করে মতুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে ৷ ভোট রাজনীতি মিটে যাওয়ার পর তাঁর মতুয়াদের প্রতি ঘৃণা প্রকাশ্যে আসছে ৷ আর সেই ঘৃণার প্রতিফলন হচ্ছে বারবার তাঁর কথায় ৷ মুখ্যমন্ত্রী যতদিন না ক্ষমা চাইবেন আমাদের আন্দোলন চলবে ৷"

প্রসঙ্গত, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার একটি প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম স্লিপ অফ টাং হয়ে যায় ৷ নাম ভুল উচ্চারণ করায় ক্ষোভ জন্মায় মতুয়া মহলে। আর তার জেরেই বেশ কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি থেকে মতুয়া সমাজ । সরব হয় বিরোধী শিবির ৷ মতুয়াদের মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তোপ দাগেন ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, 'গরুচাঁদ' বিতর্কে দাবি মতুয়াদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.