ETV Bharat / state

Matua on Mamata: মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, 'গরুচাঁদ' বিতর্কে দাবি মতুয়াদের

author img

By

Published : Feb 3, 2023, 10:40 PM IST

মুখ্যমন্ত্রী মালদার সভা থেকে স্লিপ অফ টাংয়ে গুরুচাঁদকে গরুচাঁদ বলে ফেলেন ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷ মতুয়া সম্প্রদায় (Matua Community on Mamata Banerjee) এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন ৷

ETV Bharat
মতুয়াদের বিক্ষোভ কালনায়

কালনা, 3 ফেব্রুয়ারি: মতুয়াদের জন্য রাজ্য সরকার কী কী করেছে সেই উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মতুয়াদের ধর্মগুরুদের নাম মুখ্যমন্ত্রী ভুল উচ্চারণ করেন ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক । এই ঘটনার বিরুদ্ধে শুক্রবার পূর্ব বর্ধমানের কালনার পান্ডুয়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষজন । তাঁরা মুখ্যমন্ত্রীকে ঠাকুরনগরে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন ।

দিন তিনেক আগে মালদার গাজোলে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই এলাকায় একটা বড় অংশ মতুয়া সম্প্রদায় ৷ সেই কথা বলতে গিয়ে মতুয়াদের দুই ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গে বলতে গিয়ে 'রঘুচাঁদ' ও 'গরুচাঁদ' বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী । যা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে মতুয়া সম্প্রদায়ের মানুষজন । পাশাপাশি শুরু হয় রাজনৈতিক বিতর্ক । এরপর রাজ্যের বিভিন্ন এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষজন ক্ষোভে ফেটে পড়েন ।

পূর্ব বর্ধমানের মতুয়া সংঘের সভানেত্রী শম্পা গায়েন বলেন,"মালদায় মুখ্যমন্ত্রী আমাদের ঠাকুরকে ব্যঙ্গ করেছেন তাই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি । মুখ্যমন্ত্রীকে ঠাকুরনগরে গিয়ে ক্ষমা চাইতে হবে । নাহলে আরও বড়ো আন্দোলনে নামব আমরা । এই বিষয়ে শ্যামল ঠাকুয়া জানান, মালদার গাজোলে গিয়ে ঠাকুরের নাম ঠিক করে বলতে পারেননি মুখ্যমন্ত্রী । তিনি ব্যঙ্গ করেছেন ৷ আর সাধারণ মানুষ তাঁর কথায় সায় দিয়েছেন । এই অপমান আমরা মেনে নেব না । ঠাকুরনগরে গিয়ে ঠাকুরের ছবি ধরে তাঁকে ক্ষমা চাইতে হবে ।

প্রকাশ গায়েনের কথায়, আমাদের সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে এটা আমরা মেনে নিতে পারছি না । তিনি কীভাবে গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলে কটাক্ষ করলেন ? অথচ তিনি বলেন মতুয়াদের ভালোবাসেন বলেন । এই ঘটনার প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি ।

আরও পড়ুন : মালদায় মতুয়াদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মমতার স্লিপ অফ টাং, সমালোচনা বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.