ETV Bharat / state

Eve Teasing at Dhupguri: সালিশি সভায় ইভটিজিংয়ে অভিযুক্তদের গণধোলাই, বাধা দিতে যাওয়ায় ভাঙল পুলিশের গাড়ি

author img

By

Published : Feb 27, 2023, 8:58 PM IST

Etv Bharat
ভাঙল পুলিশের গাড়ি

গ্রামে তখন ইভটিজিংয়ের ঘটনার সালিশি সভা চলছিল ৷ নিখোঁজ অভিযুক্ত দুই যুবক সেখানে চলে আসায় তাদের ধরে ব্যাপক মারধর করল জনতা (Dhupguri Eve Teasing Incident)৷

সালিশি সভায় ইভটিজিংয়ে অভিযুক্তদের গণধোলাইয়ে ধুন্ধুমার ধূপগুড়িতে

ধূপগুড়ি, 27 ফেব্রুয়ারি: নাবালিকা ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় সালিশি সভাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ির বারোঘড়িয়া । অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দিল উত্তেজিত জনতা (Mass Beaten of Eve Teasing Accused)৷ পুলিশের গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠল । অভিযুক্ত দুই যুবককে আটক করে ধূপগুড়ি থানার পুলিশ ।

জানা গিয়েছে, 25 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই বাইক আরোহীর ইভটিজিংয়ের শিকার হয় দ্বাদশ শ্রেণির দুই ছাত্রী । সেদিনের পর থেকে ইভটিজিংকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া এলাকায় । অভিযুক্তদের খোঁজ চালানো হয় । তবে তাদের খুঁজে না পেলেও নাম জানা যায় ।এরপর দুই পক্ষ থেকে আর যাতে এমন ঘটনা আর পুনরাবৃত্তি না হয় সেই আলোচনায় চলছিল সোমবার । এরই মধ্যে অভিযুক্তরা দু'জন ওই এলাকায় এসে পড়ায় পরিস্থিতি বিগড়ে যায় । উত্তেজিত জনতা দু'জনকে ধরে ব্যাপক মারধর শুরু করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ । অভিযুক্তদের সেখান থেকে নিয়ে যেতে চাইলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা । পুলিশের দু'টি গাড়ি ভাঙচুর হয় । মাথা ফাটে একজনের ৷ এই পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ আটক হয় দু'জন ৷

এই ঘটনায় পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন,"ইভটিজিং ঘটনায় আজ সালিশি বসেছিল । সেখানে অভিযুক্তরা এলে ঝামেলা শুরু হয় । পুলিশের গাড়ির কাঁচ ভাঙা হয় । ইভটিজিংয়ের ঘটনায় মামলা রুজু করা হয়েছে । অন্যদিকে পুলিশের উপর আক্রমণের ঘটনার অভিযোগ করা হয়েছে ।" এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার । তিনিও দুই পক্ষকে সামাল দেওয়ার চেষ্টা করেন বলে জানান ।
আরও পড়ুন : ছাত্রীকে ইভটিজিং, ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার স্কুল চত্বর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.