thumbnail

স্বরূপনগরে বিজেপিকে ভোট দেওয়ায় হামলার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে শান্তনু ঠাকুর - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 6:36 PM IST

বনগাঁ লোকসভার স্বরূপনগরের নবাতকাটি মণ্ডলপাড়ার বাসিন্দাদের অভিযোগ, সোমবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে গ্রামে ঢোকে । এক মহিলা সহ চার বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয় । ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ৷ মার খেয়েও ভোট দিয়েছেন । তারপর তৃণমূলের বাইক বাহিনী বাড়ি বয়ে হুমকি দিয়ে গিয়েছে, রাতে কে বাঁচাবে ? গ্রামবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৷ তিনি ওই কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ৷ উল্লেখ্য়, স্বরূপনগর বনগাঁ লোকসভার অধীনে ৷ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ সোমবার, 20 মে ভোটগ্রহণ হয় এই আসনে ৷ ভোটগ্রহণ পর্বের শুরতেই সোমবার সকালে সেখানে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.