ETV Bharat / state

Maynaguri News : খাট ভেঙেছিলেন শুভেন্দু ! চটজলদি নতুন এল তৃণমূলের সৌজন্যে

author img

By

Published : Apr 30, 2022, 7:57 PM IST

Updated : Apr 30, 2022, 8:26 PM IST

শনিবার সকাল হতেই নির্যাতিতার বাড়িতে ব্র্যান্ড নিউ খাট নিয়ে এসে হাজির হন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় (Maynaguri News ) ।

Maynaguri News
Maynaguri News

জলপাইগুড়ি, 30 এপ্রিল : খাট নিয়ে খটাখটি ! জলপাইগুড়ির ময়নাগুড়িতে 'খাট ভাঙা' নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ গতকাল ময়নাগুড়ির নির্যাতিতার বাড়ি গিয়ে খাটে বসতে গিয়ে ভেঙে পড়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যা নিয়ে শাসক শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে হাসির রোল ওঠে ৷ এই নিয়ে দিনভর চর্চায় ছিল সোশ্যাল মিডিয়া ৷ তবে এতকিছুর মাঝে গরিব পরিবারটির লোকসানের কথা কেউ ভাবেনি ৷ কিন্তু শনিবার বেলা হতেই নির্যাতিতার বাড়িতে নতুন খাট নিয়ে হাজির হয় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস (jalpaiguri tmc bought brand new bed for maynaguri victims family) ৷

11 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত 25 এপ্রিল মৃত্যু হয় ময়নাগুড়ির নির্যাতিতার ৷ অভিযোগ, ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণের চেষ্টা এবং পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় ৷ অভিযুক্তদের তরফে হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী । পরে মৃত্যু হয় তার ৷ নির্যাতিতার মৃত্যুর পর শুক্রবার ময়নাগুড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা ৷ সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামী ও এলাকার বিধায়ক ৷ মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাড়ির ভেতরে খাটে বসতে যান ৷ তবে সংকীর্ণ জায়গায় বসতে গিয়ে খাট ভেঙে নিচে পড়ে যান (Suvendu Adhikari breaks Bed in Moynaguri victims home) ৷ যদিও সঙ্গে থাকা কর্মী-সমর্থকরা তাঁকে সামলে নেওয়ায় আঘাত পাননি শুভেন্দু ৷ ফেরার আগে অবশ্য খাট কেনার জন্য টাকা দিয়ে যান তিনি ৷

চটজলদি নতুন এল তৃণমূলের সৌজন্যে

এদিকে শনিবার সকাল হতেই নির্যাতিতার বাড়িতে ব্র্যান্ড নিউ খাট নিয়ে এসে হাজির হন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় । সঙ্গে ছিলেন ময়নাগুড়ি 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি মনোজ দেবনাথ-সহ অন্যান্যরা । পরিবারটির হাতে নতুন খাট তুলে দিয়ে শুভেন্দু অধিকারীকে কার্যত তুলোধোনা করেন তিনি ৷ এমনকী তাঁকে ভাঁড়ের সঙ্গে তুলনা করেন ৷

আরও পড়ুন : Howrah News : বাড়ির সামনে প্রস্রাব ! প্রতিবাদ করতেই লুঙ্গির ভাঁজ থেকে বেরল বন্দুক

জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, "বাংলার রাজনীতিতে গোপাল ভাঁড় হলেন শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী ময়নাগুড়িতে এসে পরিবারটির জন্য কিছুই করতে পারেননি । উলটে গরিব পরিবারটির খাট ভেঙে দিয়ে চলে গিয়েছেন । তাই পরিবারটিকে আমরা নতুন খাট দিয়েছি । আগামীতে এই পরিবারকে সবরকমভাবে সহযোগিতা করব । সেই সঙ্গে মৃত কিশোরীর ভাইয়ের পড়াশোনার সমস্যা না হয় তা দেখব ।" মৃতার ভাই জলপাইগুড়ির কোনও স্কুলে পড়তে চাইলে সেই ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দেন সৈকত চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : Fake Bride Arrested : বাস্তবের 'ঠগিনী', বিয়ের পর সর্বস্ব লুঠের ছক ফাঁস, গ্রেফতার নববধূ

Last Updated : Apr 30, 2022, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.