ETV Bharat / state

HC On Illegal Construction: ভেঙে ফেলা হল কালিম্পং পৌরসভার অবৈধ নির্মাণ

author img

By

Published : Aug 19, 2023, 3:20 PM IST

HC On Illegal Construction
ভেঙে ফেলা হল কালিম্পং পৌরসভার অবৈধ নির্মাণ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অবৈধ নির্মাণের উপর চলল বুলডোজার । গুঁড়িয়ে ফেলা হল কালিম্পং পৌরসভা এলাকার একটি অবৈধ নির্মাণ ৷

জলপাইগুড়ি, 19 অগস্ট: অবৈধ নির্মাণের উপর চলল বুলডোজার ৷ গুঁড়িয়ে ফেলা হল কালিম্পং পৌরসভা এলাকার একটি অবৈধ নির্মাণ । এই বেআইনি নির্মাণটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

নির্দেশ পেয়েই তৎপর হয় কালিম্পং পৌরসভা ৷ বুলডোজার দিয়ে নির্মাণ ভেঙে ফেলা হয় ৷ 17 অগস্ট কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায়ের সার্কিট বেঞ্চে মামলাটির শুনানি ছিল ৷ এদিন তিনি কালিম্পং পৌরসভার এগজিকিউটিভ অফিসারকে পৌরসভা এলাকায় তৈরি ওই অবৈধ নির্মাণটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন ৷

নির্দেশে বিচারপতি জানিয়েছিলেন, কালিম্পং পৌরসভাকে 22 অগস্টের মধ্যে অবৈধ নির্মাণটি ভেঙে ফেলতে হবে ৷ আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি সেই নির্মাণ ভাঙা না-হয় তবে আদালতের আদেশ অবমাননা করা হচ্ছে বলেই ধরা হবে ৷ চলতি মাসের 23 তারিখ আদালতে ফের রিপোর্ট ফাইল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশ পেয়ে নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত বুলডোজার দিয়ে অবৈধ একতলা বাড়িটি ভেঙে ফেলা হয় ৷

জানা গিয়েছে, কালিম্পং পৌরসভার কোনও অনুমতি ছাড়াই স্কুলের পাশে একটি একতলা বাড়ি তৈরির কাজ চলছিল ৷ ওই বাড়িটি এক ব্যবসায়ীর ৷ এলাকাবাসী বীরবাহাদুর বলান কালিম্পং পৌরসভায় এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ৷ তিনি এই কাজ বন্ধের কথাও বলেছিলেন ৷ কিন্তু তখন সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করেনি ৷ বেআইনি নির্মাণ বন্ধের জন্য কোনও পদক্ষেপ করেনি ৷

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানিয়েও কোনও কাজ না-হওয়ায় আদালতের দ্বারস্থ হন বীরবাহাদুর ৷ কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন কালিম্পংয়ের বাসিন্দা । হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাছে কালিম্পংয়ের 11 মাইল ঋষি রোডের একটি স্কুলের পাশে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন: ধূপগুড়ির উপনির্বাচনে বিজেপি প্রার্থী বারামুলায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়

তবে আদালতে কালিম্পং পৌরসভার পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয় যে, নির্মাণ কাজে তাদের কোনও অনুমতি ছিল না ৷ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি উঠলে বিচারপতি বুলডোজার দিয়ে নির্মাণ ভাঙার নির্দেশ দেন ৷ এর আগে কলকাতা পৌরনিগমের অন্তর্গত অবৈধ নির্মাণের ক্ষেত্রেও বুলডোজার দিয়ে ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.