ETV Bharat / state

Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নির্বাচনী ডিউটিতে সিভিক ভলান্টিয়ার !

author img

By

Published : Jul 8, 2023, 11:14 AM IST

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নির্বাচনী ডিউটি করছেন সিভিক ভলান্টিয়ার ৷ জলপাইগুড়ি সদর ব্লকের বজরাপাড়া ডেঙ্গুয়াঝার বুথের ঘটনা ৷ যদিও ডিউটির কথা অস্বীকার করেছে সিভিক পুলিশ ৷ কেবলমাত্র লাইন ঠিক করতে বুথে গিয়েছিলেন বলে জানান ওই সিভিক ভলান্টিয়ার ৷

Panchayat Elections 2023
নির্বাচনী ডিউটি করছেন সিভিক ভলান্টিয়ার

সিভিক ভলান্টিয়ার ভোটের ডিউটিতে

জলপাইগুড়ি, 8 জুলাই: বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ডিউটি করছেন সিভিক ভলান্টিয়ার । ভোটগ্রহণ কেন্দ্রে সিভিক ভলান্টিয়ারদের ডিউটি করানোর অভিযোগ উঠল । জলপাইগুড়ি সদর ব্লকের বজরাপাড়া ডেঙ্গুয়াঝার বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সিভিক ভলান্টিয়ারকেও ডিউটি করার অভিযোগ করেছে বিরোধীরা । যদিও সিভিক ভলান্টিয়ারের দাবি তিনি লাইন ঠিক করার জন্য দাঁড়িয়েছিলেন । হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় বুথের ভিতরে চলে গিয়েছিলেন ।

শুধু এই বুথই নয় এলাকার একাধিক বুথে একইরকম দৃশ্য দেখা গিয়েছে । জলপাইগুড়ি বাহাদুর গ্রামপঞ্চায়েতের বাহাদুর গেদিপাড়া বুথেও সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা । এই প্রসঙ্গেই বজরাপাড়া ডেঙ্গুয়াঝার বুথের সিপিএম প্রার্থী মনোজ রায়ের অভিযোগ, নির্বাচনের সময় বুথে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছিল । তা সত্ত্বেও বজরাপাড়া ডাঙ্গাপাড়া বুথের বারান্দায় ছিলেন ওই সিভিক কর্মী ।

যাকে ঘিরে এই অভিযোগ সেই কোতয়ালি থানার সিভিক কর্মী প্রসেনজিৎ পণ্ডিত বলেন, "আমি 18-227 নম্বর বুথে ডিউটি করতে এসেছি । লাইন ঠিক রাখার জন্য আমাকে ডিউটিতে পাঠানো হয়েছে । হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আমি ভোট গ্রহণ কেন্দ্রের বারান্দায় গিয়েছিলাম ৷ আবার বেরিয়ে এসেছি ৷"

আরও পড়ুন: কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থকের মৃত্যু, তৃণমূলের শীর্ষ নেতাদের দুষল পরিবার

ঘটনা প্রসঙ্গেই স্থানীয় কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, ভোটারদের লাইন ঠিক করার জন্যই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়েছে । তাঁরা বুথের ভেতরে যাবে না । ভোট কেন্দ্রে সিভিক ভলান্টিয়ার প্রবেশে আদালতের অনুমতি মেলেনি ৷ তারপরেও বুথে সিভিক ভলান্টিয়ার উপস্থিত হওয়ায় এলকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.