ETV Bharat / state

ধুপগুড়িতে BJP-তৃণমূল সংঘর্ষ, আহত এক SI

author img

By

Published : Oct 15, 2020, 7:46 PM IST

আজ ধুপগুড়ির ঝাড় আলতাগ্রাম-2 নং পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে আসেন BJP নেতা-কর্মীরা । সেই সময় তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় ।

রণক্ষেত্র ধূপগুড়ি
রণক্ষেত্র ধূপগুড়ি

জলপাইগুড়ি, 15 অক্টোবর : BJP-র ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধুপগুড়ি ৷ সংঘর্ষে জড়িয়ে পড়েন BJP ও তৃণমূল সমর্থকরা ৷ ধুপগুড়ির ঝাড় আলতা-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছে কয়েকজন ।

একাধিক দুর্নীতির অভিযোগে আজ ধুপগুড়ির ঝাড় আলতাগ্রাম-2 নং পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে আসেন BJP নেতা-কর্মীরা ৷ অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা সেই অফিসের সামনে জড়ো হন ৷ তাঁরা BJP কর্মী-সমর্থকদের বাধা দেয় বলে অভিযোগ ৷ এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ ।

দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায় পুলিশ । তাদের লক্ষ্য করে পাথর ছোড়া শুরু হয় । আহতন হন ধুপগুড়ি থানার SI সরোজ প্রধান । তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখান থেকে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই ঘটনায় কয়েকজন BJP নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.