ETV Bharat / state

Kali Puja 2022: জলপাইগুড়িতেই কেদারনাথ দর্শন ! কালীপুজোর উদ্বোধনে এসে উচ্ছ্বসিত অভিনেতা আবির

author img

By

Published : Oct 23, 2022, 3:21 PM IST

Actor Abir Chatterjee Inaugurates Kali Puja 2022 at Gomosta Para in Jalpaiguri
Kali Puja 2022: জলপাইগুড়িতেই কেদারনাথ দর্শন ! কালীপুজোর উদ্বোধনে এসে উচ্ছ্বসিত অভিনেতা আবির

জলপাইগুড়ির (Jalpaiguri) গোমস্তা পাড়ায় (Gomosta Para) কালীপুজোর (Kali Puja 2022) উদ্বোধনে এলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ৷ পুজোর থিম, কেদারনাথ মন্দির (Kedarnath Temple) ৷

জলপাইগুড়ি, 23 অক্টোবর: এবারের কালীপুজোয় (Kali Puja 2022) জলপাইগুড়ির (Jalpaiguri) গোমস্তা পাড়ায় (Gomosta Para) এলেই হবে কেদারনাথ (Kedarnath Temple) দর্শন ! সৌজন্যে স্থানীয় নবারুণ সংঘ ও পাঠাগার ৷ 64তম বর্ষে তাদের পুজোর থিম কেদারনাথ ৷ পুজোর উদ্বোধনে এসে উদ্যোক্তাদের আয়োজন দেখে উচ্ছ্বসিত অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ৷

পুজো কমিটির অন্যতম সদস্য তথা সম্পাদক রাজা মণ্ডল জানালেন, গত বছর তাঁদের থিম ছিল বুর্জ খলিফা ৷ সেই মণ্ডপও নজর কেড়েছিল দর্শনার্থীদের ৷ এবারও মণ্ডপে ভিড় ভালোই হবে বলে আশাবাদী রাজারা ৷ তিনি জানান, কেদারনাথের মন্দিরের আদলে একেবারে সম-মাপে (101 ফুট উচ্চতা সম্পন্ন) এই মণ্ডপ গড়ে তোলা হচ্ছে ৷ মণ্ডপ তৈরি করতে শ্বেতপাথর-সহ নানা সামগ্রী ব্যবহার করা হচ্ছে ৷ মণ্ডপের ভিতর বিগ্রহের জন্য যে সিংহাসন থাকছে, তা তৈরি করা হয়েছে রুপো দিয়ে ! প্রাথমিকভাবে এই পুজোর বাজেট ছিল 20 লক্ষ টাকা ৷ যদিও ইতিমধ্যেই সেই বাজেট ছাপিয়ে গিয়েছে দীপাবলির এই আয়োজন ৷

আরও পড়ুন: দীপাবলির বাজারে টেরাকোটার আদলে তৈরি প্রদীপের চাহিদা বাড়ছে

পুজো উদ্বোধন করতে এসে আবির জানান, জলপাইগুড়ির কালীপুজোর কথা তিনি ছোট থেকেই শুনেছেন ৷ কিন্তু, কখনও আসা হয়নি ৷ অবশেষে এবার দীপাবলিতে জলপাইগুড়ি আসতে পেরে তিনি অত্যন্ত খুশি ৷ আবিরকে দেখতে উপচে পড়েছিল অনুগামীদের ভিড় ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নৃত্য-গীত পরিবেশনের ব্যবস্থা ৷ উৎসবের আমেজে সেসব উপভোগ করলেন অভিনেতা ৷ সেই আনন্দে সামিল হলেন দর্শকরাও ৷

জলপাইগুড়িতে পুজো উদ্বোধনে আবির চট্টোপাধ্যায় ৷

পুজো উদ্বোধন করার পর সারা মণ্ডপ ঘুরে দেখেন আবির ৷ উদ্যোক্তাদের ভাবনার প্রশংসা শোনা যায় তাঁর মুখে ৷ জানান, উত্তরবঙ্গ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, এর অন্যতম সম্পদ এখানকার মানুষ ৷ আবির বলেন, যখনই তিনি উত্তরবঙ্গে শুটিং করতে এসেছেন, মানুষের বিপুল ভালোবাসা পেয়েছেন ৷ পুজোর উদ্বোধনে এসেও সেই ভালোবাসায় কোনও ঘাটতি অনুভব করেননি অভিনেতা ৷ তাঁর বার্তা, সকলে আনন্দ করে দীপাবলি কাটান ৷ তবে, তাতে যাতে অন্য কারও ক্ষতি না হয়, সেই বিষয়েও সতর্ক থাকার আবেদন জানিয়েছেন আবির ৷ প্রসঙ্গত, গোমস্তা পাড়ার এই পুজো জলপাইগুড়ি জেলার সেরা কালীপুজোগুলির অন্যতম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.