ETV Bharat / state

Under Construction Water Tank Broke: নির্মীয়মাণ জলের ট্যাঙ্ক ভেঙে আহত দুই

author img

By

Published : Dec 27, 2022, 10:44 PM IST

Under Construction Water Tank Broke
নির্য়ীমাণ জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনা

হাওড়ায় নির্মীয়মাণ জলের ট্যাঙ্ক ভেঙে আহত দুই জন (Two people were injured of an under-construction water tank broke) ৷ আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা ৷ ঘটনার তদন্ত শুরু পুলিশের ৷

হাওড়ায় নির্মীয়মাণ এই জলের ট্যাঙ্ক ভেঙে আহত দুই

হাওড়া, 27 ডিসেম্বর: নির্য়ীমাণ জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনা (Under Construction Water Tank Broke) ৷ হাওড়ার জগাছা থানা এলাকার আরু পাড়ার ঘটনা ৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে (Howrah Incident) ৷ ঘটনায় আহত হয়েছেন দুই কর্মী ৷ আহতরা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, রাজ্য সরকারের একটি প্রকল্পের অধীনে হাওড়ার জগাছা থানার অন্তর্গত ধারসা আরুপাড়া এলাকায় নতুন ট্যাঙ্ক তৈরি হচ্ছিল (Howrah News)। চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থা এই কাজের বরাত পেয়েছিল । নতুন একটি ইউনিট তৈরির কাজ চলছিল। সেই কাজের জন্য তৈরি করা হচ্ছিল এই জলের ট্যাঙ্কটি । ঢালাইয়ের কাজ চলাকালীন ওই নির্মীয়মাণ জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে এদিন । এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী । তাঁদেরকে আশঙ্কজনক অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ । নির্মাণ কাজের সময় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাতেই কোনও ত্রুটি থাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলেই প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের । দুর্ঘটনাস্থলটিকে ঘিরে দেওয়া হয় । যদিও ট্যাঙ্কের গোম্বুজটি ভেঙে তার তলাতে কেউ চাপা পড়েনি বলেই নির্মাণ সংস্থার অধিকারিকদের দাবি ।

আরও পড়ুন: সপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো! ভাঙা পড়বে 71টি বাড়ি

সংস্থার এক আধিকারিক পার্থ সেন জানান, ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে এই কাজে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার রয়েছেন। দশ বারো জন শ্রমিক কাজ করছিল ৷ সেই সময়ে হঠাৎ দুর্ঘটনা ঘটেছে ৷ পাশাপাশি ভেঙে পড়া ট্যাঙ্কের নীচে কেউ চাপা পড়েনি ও কারোর প্রাণ সংশয় হয়নি বলেই জানান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.