ETV Bharat / state

লিলুয়ায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আহত 2

author img

By

Published : Apr 21, 2020, 6:41 PM IST

লিলুয়ায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ
লিলুয়ায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ

আজ দুপুর তিনটে নাগাদ লিলুয়ায় এক অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন ৷ কারখানার মালিক ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

লিলুয়া, 21 এপ্রিল : লিলুয়ার পটুয়াপাড়া লক্ষ্মী মন্দিরের সামনে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ আজ দুপুর তিনটে নাগাদ হঠাৎ এই বিস্ফোরণে আতঙ্কিত স্থানীয়রাও ৷ ঘটনায় কারখানার দুই কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের অর্ধ দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৷ বাকি কর্মীরা পলাতক ৷ কারখানার মালিক অজিত পুগলিয়া ও তার ভাইকে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিশ ৷

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানার আধিকারিকরা ৷ কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছেন তাঁরা ৷ অবৈধ বাজি কারখানা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) প্রবীণ প্রকাশ জানান, "কারখানাটি আবির তৈরির কারখানা বলে পরিচিত ৷ ভিতরে বাজি তৈরি হত কিনা খতিয়ে দেখা হচ্ছে ৷" ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একইভাবে এই কারখানায় বিস্ফোরণ হয়েছে ৷ প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি ৷ একই জিনিস আবার ঘটল ৷ ঘটনার জেরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে RAF নামানো হয় এলাকায় ৷ বিস্ফোরণের পর অনেকেই প্রশ্ন তুলছেন, লকডাউনের মাঝেও কীভাবে কারখানায় কাজ চলছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.